স্পোর্টস ডেস্ক : চলছে বাংলাদেশ জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজ। ইতিমধ্যে শেষ হয়ে গেছে সিরিজের ১ম ও ২য় ম্যাচ। প্রথম ম্যাচে বাংলাদেশ ৩২২ রানের বড় টার্গেট দিয়ে ১৫৯ রানের বড় জয় লাভ করে।
পরের ম্যাচেও বাংলাদেশ ৩২৩ রানের বড় টার্গেট দিলেও জিম্বাবুয়ে শেষ পর্যন্ত ৩১৭ রান করতে সক্ষম হয়। ফলে বাংলাদেশ এক ম্যাচ বাকি থাকোতেই ২-০ ব্যবধানে সিরিজ নিজের করে নিয়েছে।
এদিকে শেষ ম্যাচের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। ১৬ জনের মধ্যে রয়েছে আগের ১৫ জন। শুধু দলের সাথে যুক্ত হয়েছেন সদ্য বিবাহিত সৌম্য সরকার।
৬ তারিখ সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ। আগের দুটি ম্যাচ দুপুর একটার সময় শুরু হলেও শেষ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টার সময়।
তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল :
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল খান, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাইম শেখ, আল আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।