জুমবাংলা ডেস্ক: প্রাণঘাতি ক’রোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে সারাদেশে। সবশেষ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় ক’রোনা ও উপসর্গে ১৭২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এদিকে লকডাউনেও থামানো যাচ্ছে না আক্রান্তের হার। আর রোগীর চাপ সামলাতে দিশেহারা হাসপাতালগুলো। তৈরি হয়েছে শয্যা ও অক্সিজেন সংকট। নিচে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলার ক’রোনার চিত্র তুলে ধরা হলো-
রাজশাহী:
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ক’রোনা ও উপসর্গ নিয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ক’রোনায় আক্রান্ত হয়ে ৭ জন মারা গেছেন। আর ক’রোনা নেগেটিভ হয়ে ৪ ও উপসর্গ নিয়েই মারা গেছেন ১৪ জন। এই সময়ে হাসপাতালটির দুটি পিসিআর ল্যাবে ৪৩০ জনের নমুনা পরীক্ষায় ১৪৯ জনের ক’রোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪ দশমিক ৬৫ শতাংশ।
সাতক্ষীরা:
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ক’রোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন ক’রোনায় ও ৮ জন ক’রোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৮০ জনের নমুনা পরীক্ষায় ৫১ জনের ক’রোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ৪২ শতাংশ।
ময়মনসিংহ:
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ক’রোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জন ক’রোনা শনাক্ত হয়ে এবং ১২ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৮টি নমুনা পরীক্ষা করে ২৮৩ জনের শরীরে ক’রোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৬ দশমিক ৭৪ শতাংশ।
কুষ্টিয়া:
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় ক’রোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন ক’রোনা ও উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন। এ ছাড়াও ২৪ ঘণ্টায় ৩২৫ জনের ক’রোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় গতদিনের চেয়ে শনাক্তের হার ৭ বেড়ে ৩৬ শতাংশ হয়েছে।
ফরিদপুর:
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ক’রোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ক’রোনা আক্রান্ত ৬ জন এবং উপসর্গ নিয়ে ৪ জন মারা গেছেন। পিসিআর ল্যাবে ২৬২ নমুনা পরীক্ষায় ১০৫ জনের ক’রোনা শনাক্ত হয়েছে।
বরিশাল:
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ক’রোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ক’রোনার উপসর্গ নিয়ে ১৩ জন মারা গেছেন। এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৪৩ জনে। হাসপাতালটির পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের ক’রোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১৮ জনের পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৩০৬ জন। ২৪ ঘণ্টায় জেলায় মোট শনাক্তের সংখ্যা ২০২ জন। এর মধ্যে ৭২ জনই সিটি করপোরেশনএলাকার বাসিন্দা।
টাঙ্গাইল:
গত ২৪ ঘণ্টায় ক’রোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। ৫৯২টি নমুনা পরীক্ষায় ২০৫ জনের ক’রোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪ দশমিক ৬৩ শতাংশ।
ঝিনাইদহ:
গত ২৪ ঘণ্টায় ক’রোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ক’রোনায় আক্রান্ত হয়েছে ৮৭ জন।
খুলনা:
গত ২৪ ঘণ্টায় খুলনার চারটি হাসপাতালে ক’রোনাভাইরাসে আরও ১২ জন মারা গেছেন।
নাটোর:
নাটোর সদর হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ক’রোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় ক’রোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই ক’রোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
চট্টগ্রাম
চট্টগ্রামে ক’রোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনেই মারা গেলেন ১০ জন। একই সময়ে নতুন করে আরও এক হাজার ৩ জনের ক’রোনা শনাক্ত হয়েছে।
এ ছাড়া ক’রোনা ভাইরাস ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁওয়ে ৩ জন, গাজীপুরে ৩ জন, নেত্রকোনায় ৩, রংপুরে ৪, সিলেটে ৭ জন, বগুড়ায় ১৪ জন মারা গেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।