জুমবাংলা ডেস্ক: দেশের দুর্গম পাহাড়ি এলাকায় করোনাভাইরাসের টিকা পৌঁছে দেয়ার কাজ শুরু করেছে বাংলাদেশ বিমান বাহিনী।
বাংলাদেশ বিমান বাহিনীর একটি বেল-২১২ হেলিকপ্টারের মাধ্যমে মঙ্গলবার (১০ আগস্ট) করোনার ভ্যাক্সিনসহ পাঁচ সদস্যের একটি টিকা প্রদানকারী দলকে বান্দরবান জেলার বড়থলী পাড়া পৌঁছে দেয়া হয়।
বাংলাদেশ বিমান বাহিনীর বেল-২১২ হেলিকপ্টারটি বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, পতেঙ্গা, চট্রগ্রাম হতে প্রথমে কাপ্তাই গমন করে এবং কাপ্তাই হতে করোনাভাইরাসের ভ্যাক্সিনসহ স্বাস্থ্যকর্মীদের উক্ত স্থানে পৌঁছে দেয়।
করোনাভাইরাসের কারণে দেশের এই জরুরী অবস্থাতেও দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত জনগণদের মাঝে করোনার টিকা প্রদান নিশ্চিত করার উদ্দেশ্যে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে এই সেবা প্রদান করা হয়।
বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক দুর্গম পাহাড়ি এলাকায় করোনার টিকা পৌঁছে দেয়ার এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বাংলাদেশ বিমান বাহিনী করোনাভাইরাস প্রতিরোধকল্পে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত নীতিমালা অনুসরন করে In Aid to Civil Power এর আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে সেনা ও নৌবাহিনীর ন্যায় মাঠ পর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।