বিনোদন ডেস্ক: এবার কলকাতার এক সঙ্গে দুটি পূজার প্রধান মুখ হচ্ছেন নায়িকা অপু বিশ্বাস। একটি সেখানের কাঁকুড়গাছি যুবকবৃন্দ এবং অপরটি দক্ষিণ ট্যাংরা শীতলা যুব সংঘ। বিনা পারিশ্রমিকে এ কাজ করছেন তিনি। বঙ্গবন্ধুর সম্প্রীতির বার্তা দিয়েই এ কাজে রাজি হওয়া-এমনটাই জানিয়েছেন অপু বিশ্বাস।
পূজার চার দিন নিজেকে চার রকমভাবে দেখতে চান অপু। শাড়ি নয়, চার রকম পোশাকে সাজবেন তিনি। সামনেই মুখ্যমন্ত্রীর ইউনেস্কো পুজো মিছিল। তার নির্দেশ কালারফুল হতে হবে। সম্প্রীতির রঙে রঙিন করতেই অপু বিশ্বাসকে পুজোর মুখ হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়।
শুধু ছবিতে পুজোর মুখ হয়েই থাকবেন না। পুজোটা এবার সেখানেই কাটাবেন অপু। বঙ্গবন্ধুর সম্প্রীতির আদর্শে পুজোর থিমে প্রচারের জন্য কোনও মূল্য নিতে চাননি এই অভিনেত্রী। বেশ কয়েকদিন কলকাতায় নিজের প্রথম ছবি ‘আজকের শর্টকাট’-এর প্রচারণায় ব্যস্ত ছিলেন ছবির মুখ্য ভূমিকায় থাকা অপু বিশ্বাস।
উল্লেখ্য, ২০০৫ সালে অবন্তি নামে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন অপু বিশ্বাস। পরের বছর এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন ছবিতে প্রধান অভিনেত্রী হয়ে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। ছবিটি ব্যবসা সফল হয় এবং অপু বিশ্বাস রাতারাতি তারকায় রূপান্তরিত হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।