জুমবাংলা ডেস্ক : সারাবিশ্বে হানা দিয়েছে মহামারী করোনাভাইরাস। আমাদের বাংলাদেশও বাদ পড়েনি সেই তালিকা থেকে। আর এই ভাইরাসের প্রকোপে সারাদেশের মানুষ আজ গৃহবন্দি অবস্থায় দিন পার করছে। রাজধানী ঢাকা ইতোমধ্যে অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে। এতটাই ফাঁকা হয়েছে যে বিগত বছরগুলোতে ঈদের সময়টাতেও রাজধানী ঢাকা এতটা ফাঁকা হয়নি।
রাজধানীতে অবস্থানরত বিপুল জনসংখ্যার সিংহভাগ জনগোষ্ঠী ভাড়া বাড়িতে বসবাস করে। করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশের সর্বস্তরের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
একটা সহজ সমীকরণ যদি আপনি করেন তাহলে দেখতে পাবেন এই করোনাভাইরাসের প্রকোপে ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ কম বেশি কোন না কোনভাবে অর্থনৈতিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু বাড়ির মালিকেরা, যারা বাড়ি ভাড়া দেন তারা এই করোনাভাইরাসের অর্থনৈতিক প্রকোপ থেকে একেবারেই মুক্ত। বাড়িওয়ালাদের অর্থনৈতিকভাবে কোনও লস নেই। তারা ঠিকই মাস গেলে ভাড়া পাবেন। এই দুর্যোগের সময় তারা যদি একটু এগিয়ে আসেন তাহলে হয়তো আমাদের অর্থনীতিতে একটা বিরাট প্রভাব পড়বে।
এমনটি যদি করা সম্ভব হয়, দুর্যোগকালীন এক মাস অর্থাৎ মার্চ অথবা এপ্রিল মাসের বাড়িভাড়া বাড়ির মালিকরা তাদের ভাড়াটিয়াদের কাছ থেকে অর্ধেক নেবে। তাহলে বিপুল পরিমাণ একটি অর্থ স্থানীয় বাজারে প্রবেশ করবে। যারা ডেইলি বেসিসে কাজ করেন বা কর্মস্থলে না গেলে বেতন পান না তাদের জন্য এই সময়টা খুবই কষ্টের যাচ্ছে। তারা হয়তো এই সুবিধাটুকু পেলে তাদের বিরাট উপকার হবে। ঢাকা শহরের বুকে যার একটি বাড়ি আছে, তাকে অন্তত গরীব বলা যায় না। সুতরাং সে যদি এক মাসের বাড়িভাড়া অর্ধেক রাখে তবে তার খুব বেশি ক্ষতি হবে না।
অপরদিকে একজন ভাড়াটিয়ার যদি একমাসের বাড়িভাড়া অর্ধেক বেচে যায় তাহলে বিশেষ করে এই দুর্যোগকালীন মুহূর্তের সময়টা তার কিছুটা হলেও উপকার হবে। ওই টাকা দিয়ে সে তার প্রয়োজন মেটাতে পারবে। কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারবে। এতে করে আমাদের অর্থনীতি খুব দ্রুত সচল হতে পারবে। অপরদিকে এটা করা গেলে বাড়িওয়ালাদের যে খুব বেশি ক্ষতি হবে তা কিন্তু নয়।
করোনাভাইরাস প্রতিরোধে আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে অনেক পদক্ষেপ নিয়েছেন। যেগুলোর প্রত্যেকটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে আমরা দেখেছি। সেনাবাহিনী নামানো হয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখতে। দুর্যোগকালীন বাজেট প্রণয়ন, গুঁজব প্রতিরোধ, খাদ্য বিতরণসহ নানা কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি।
কয়েকটি পত্রপত্রিকায় আমরা দেখেছি ঢাকার বেশ কিছু বাড়িওয়ালা এই দুর্যোগকালীন সময়ে বাড়িভাড়া মওকুফ করেছেন এবং ভাড়াটিয়াদের খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। অবশ্যই সেইসব বাড়িওয়ালারা ভূয়সী প্রশংসার দাবিদার। তারা মহৎ হৃদয়ের মানুষও বটে। এই মহৎ উদ্যোগটি যদি ঢাকাসহ সারাদেশে বাস্তবায়িত করা যায়, অথবা শুধু বিভাগীয় বা জেলা শহরগুলোতে করা যায় তাহলে সারাদেশের মানুষ উপকৃত হবেন। আর এজন্য দরকার শুধু একটি উদ্যোগের। একটি ঘোষণার।
লেখক: মো. রেজোয়ান হোসেন
সাবেক শিক্ষার্থী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।