
জামাইবাবুর (৩৫) স্ত্রী জানিয়েছেন, তার ১৫ বছরের বোনের সঙ্গে স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সম্প্রতি তারা দুজন একসঙ্গে গুজরাটে গিয়েছিলেন। আর তারপরই সক্রিয় হয়ে উঠে পঞ্চায়েত।
জেলা ‘চাইল্ড লাইন’-এর সদস্য প্রদীপ জৈন বুধবার (২৩ জুন) জানিয়েছে, ওই নাবালিকাকে জেলার মানওয়ারের এক ব্যক্তির কাছে ১ লাখ ৫৫ হাজার টাকায় গত সপ্তাহেই বিক্রি করা হয়েছে। দুলাভাইয়ের সঙ্গে গত সপ্তাহে গুজরাট থেকে ফেরার পরই পঞ্চায়েতের তত্ত্বাবধানে তাকে বিক্রির আয়োজন শুরু হয়।
এদিকে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, ঘটনার সঙ্গে এলাকার পঞ্চায়েত প্রধান জড়িত রয়েছে। পঞ্চায়েত প্রধানকে পাঁচ হাজার টাকা দেয়া হয়েছে। এছাড়াও অভিযুক্ত পরিবার ভোজসভার জন্য আরও পাঁচ হাজার টাকা দিয়েছে। সূত্র : আনন্দবাজার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



