হাসান ভুঁইয়া, সাভার (ঢাকা) : সাভারের জাতীয় দৃষ্টি প্রতিবন্ধীর সংস্থার অধিনস্থ এনএফভিআই শপিং কমপ্লেক্স (অন্ধ মার্কেট) জোরপূর্বক দখলচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালান করায় দৃষ্টি প্রতিবন্ধীদের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ হামলায় অন্তত ৮ জন আহত হয়েছে বলে জানা যায়। এ ঘটনায় বেলাল উদ্দিন মনা নামের একজনে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে সাভারের বাজার বাস্ট্যান্ড এলাকায় অন্ধ মার্কেটের সামনে সাভার-বিরুলিয়া আঞ্চলিক সড়কে বিক্ষোভ শেষে মার্কেটে প্রবেশ করার পরপর এই হামলা চালায় পাভেল-ইমতিয়াজ বাহিনী।
আহতরা হলেন- জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার যুগ্ম মহাসচিব ও রাজধানীর মিরপুর-১ এলাকার বাসিন্দা আব্দুর রহমান সরদারের ছেলে দৃষ্টি প্রতিবন্ধী এসএম ইউনুস রহমান (৫০), একই এলাকার মৃত ফরাজ মিয়ার ছেলে দৃষ্টি প্রতিবন্ধী মজনু মিয়া (৪৭), মৃত আবুল কাশেমের ছেলে দৃষ্টি প্রতিবন্ধী রাকিব হাসান (৩০) ও দেলোয়ার হোসেনের ছেলে দৃষ্টি প্রতিবন্ধী এনামুল হক মনির (৩৮) এবং মিরপুর-১৩ এলাকার কালাম মোল্লার ছেলে দৃষ্টি প্রতিবন্ধী মোঃ রিপন (৪০), মিরপুর চিরিয়াখানা এলাকার মীর মোশারফ হোসেন কিরনের ছেলে দৃষ্টি প্রতিবন্ধী মীর শিহাব (৩৫), নারায়ানগঞ্জ জেলার ফতুল্লা থানার কুতুবপুর এলাকার মৃত কাদের হাওলাদারের ছেলে দৃষ্টি প্রতিবন্ধী মোঃ বশির (৩৮) ও রাজধানীর মোহাম্মদপুর এলাকারমৃত কাঞ্চন আলীর ছেলে দৃষ্টি প্রতিবন্ধী গফ্ফার হোসেন (৩৫)। তারা সবাই জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার স্থায়ী সদস্য বলে জানা যায়।
অভিযুক্তরা হলো- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার পুকুরপাড় এলাকার হেফজু মিয়ার ছেলে পাভেল আহমেদ (৩০), সাভারের ব্যাংক কলোনী এলাকার আবেদ আলীর ছেলে বাহাদুর ইমতিয়াজ (৪৯), সাভারের মজিদপুর এলাকার মৃত সাদেক আলী ফরাজীর ছেলে আব্দুস সালাম ফরাজী (৪৯), একই এলাকার মৃত আফসার উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪২) ও আমিন মিয়ার ছেলে বেলাল উদ্দিন মনা (৪৭)। এদের মধ্যে ঘটনাস্থল থেকে বেলাল উদ্দিন মনাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে দৃষ্টি প্রতিবন্ধীরা। এছাড়াও এ হামলায় ঘটনায় আরও ১০-১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে।
হামলার শিকার দৃষ্টি প্রতিবন্ধীরা জানায়, দীর্ঘ দিন ধরে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সাভারের শপিং কমপ্লেক্সটি (অন্ধ মার্কেট) জোরপূবর্ক দখলের পায়তারা করছেন স্বঘোষিত সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পাভেল আহমেদ ও জাতীয় পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক বাহাদুর ইমতিয়াজসহ তার বাহিনীরা। সেই ধারাবাহিকতায় মার্কেটের জমিদারী ভাড়া উত্তোলন বন্ধ করে দেয় পাভেল। মার্কেটের সামনের নির্মাণাধীন পানির রিজার্ভ টাঙ্কির উপর অবৈধভাবে দোকান বসিয়েছে। সেখান থেকে ইতিমধ্যে প্রায় ৩০ লক্ষ্য টাকা গ্রহন করেছে। প্রতিন্ধীরা এর প্রতিবাদে আজ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করলে পাভেল বাহিনী আরও চড়াও হন। পরে বিক্ষোভ মিছিল শেষ হওয়ার পরপরই পাভেলের সহযোগীরা মার্কেটে প্রবেশ করে অতর্কিতভাবে দৃষ্টি প্রতিবন্ধীদের ওপর হামলা চালায়। এসময় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সহ-সভাপতিসহ প্রায় ৮ জন আহত হয়। আহতদের ৭ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। একজনকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, এ ঘটনায় দৃষ্টি প্রতিবন্ধীরা একজনে আটক করে পুলিশে সোপর্দ করেছে। কেউ এখনো অভিযোগ দেননি। অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহন করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।