নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার ১নং ওয়ার্ডে অবস্থিত ৯৮ নং দেওয়ালের টেক সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন শিক্ষক, সাংবাদিক আব্দুর রহমান আরমান। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুন্নাহার।
জানা গেছে, সরকারের নতুন পরিপত্র অনুযায়ী একজন স্নাতক ডিগ্রী ধারী সরকারী কোন প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ার কথা। ওই পরিপত্র অনুযায়ী একজন শিক্ষক প্রতিনিধি হিসেবে তিনি ওই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হন।
এর আগে তিনি উপজেলার মুনশুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের ২ দফা মেয়াদে টানা ৬ বছর সভাপতি ছিলেন। সেই কমিটির মেয়াদ শেষে।
আব্দুর রহমান আরমান উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, ওই বিদ্যালয় পরিচালনা পরিষদের শিক্ষক প্রতিনিধি, দেশের জাতীয় এবং প্রাচীন সংবাদপত্র দৈনিক ইত্তেফাকের গাজীপুরের কালীগঞ্জ সংবাদদাতা, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ ও ইংরেজী দৈনিক এশিয়ান এইজ কালীগঞ্জ প্রতিনিধি, গাজীপুর থেকে প্রকাশিত দৈনিক আজকের জনতার স্টাফ রিপোর্টার এবং কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক।
এছাড়াও তিনি বাংলাদেশ নদী পরিব্রাজক দল কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি, বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন (বিওজেএ) কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি, জাতীয় সাংবাদিক সোসাইটি গাজীপুর সাংগঠনিক কমিটির সাধারণ সম্পাদক, গাজীপুর জেলা সাংবাদিক ইউনিয়ন কালীগঞ্জ উপজেলা ইউনিট চীফ, বাংলাদেশ স্কাউট কালীগঞ্জ উপজেলা শাখার সহকারী কমিশনার, বাংলাদেশ আইন অধিকার ট্রাষ্ট কালীগঞ্জ শাখার যুগ্ম সম্পাদক, নিরাপদ সড়ক চাই আন্দোলনের কালীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি, শাহদেরগাঁও বাইতুল মামুর জামে মসজিদ পরিচালনা কমিটির ক্যাশিয়ার, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশন কালীগঞ্জ উপজেলার খঞ্জনা ও শাহদেরগাঁও বাইতুল মামুর জামে মসজিদ কমিটির সভাপতি, একাধারে তিনি খঞ্জনা জামে মসজিদ পরিচালনা কমিটি, মুনশুরপুর এডুকো শিক্ষালয় পরিচালনা কমিটি, কালীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটি, উপজেলা নদী রক্ষা কমিটি ও কালীগঞ্জ উপজেলা সরকারী হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel