বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: চীনে লঞ্চ হল LeTV Y2 Pro স্মার্টফোন। এটি LeTV Y1 Pro এর উত্তরসূরী হিসেবে এসেছে। নয়া এই ওয়াই সিরিজের ফোনে iPhone 13 Pro এর মতো ডিজাইন দেখা যাবে এবং এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। LeTV Y2 Pro অক্টা কোর ইউনিসক প্রসেসর সহ এসেছে এবং এটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলবে। আবার এতে পাওয়া যাবে ৪,০০০ এমএএইচ ব্যাটারি। আসুন LeTV Y2 Pro এর দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
LeTV Y2 Pro এর দাম
লি টিভি ওয়াই ২ প্রো এর ৪ জিবি র্যাম + ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৯৯ ইউয়ান (প্রায় ৭,১০০ টাকা)। আবার ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৭৯৯ ইউয়ান (প্রায় ৯,৫০০ টাকা) ও ৯৯৯ ইউয়ান (প্রায় ১১,৮০০ টাকা)। আগামী সপ্তাহ থেকে ফোনটির প্রি-অর্ডার শুরু হবে।
লি টিভি ওয়াই ২ প্রো তিনটি কালারে এসেছে – ইলেকট্রিক ব্লু, ম্যাজিক নাইট ব্ল্যাক ও সামার অরেঞ্জ।
LeTV Y2 Pro এর স্পেসিফিকেশন ও ফিচার
iPhone 13 Pro এর মতো ডিজাইন সহ আসা LeTV Y2 Pro ফোনে আছে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে। আবার পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে অক্টা কোর ইউনিসক প্রসেসর। অ্যান্ড্রয়েড ১১ চালিত ফোনটি ৬ জিবি পর্যন্ত র্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ এসেছে।
ফটোগ্রাফির জন্য LeTV Y2 Pro ফোনে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। স্প্লিট স্ক্রিন অপশন সহ আসা এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৪,০০০ এমএএইচ ব্যাটারি।
দুর্দান্ত ফিচারের সাথে স্টাইলিশ ডিজাইন, একসাথে তিন ফোন নিয়ে আসছে Nokia
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।