জুমবাংলা ডেস্ক : অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার অভিযোগে রাজধানীর কালাচাঁদপুরের একটি ফ্ল্যাট থেকে ছয়জনকে আটক করেছে গুলশান থানা পুলিশ।
Advertisement
রংধনু অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই, ৪ তলার ফ্ল্যাট মালিক অজিত চক্রবর্তী বহিরাগতদের নিয়ে এসে অসামাজিক কাজে লিপ্ত হন।
সোমবার সন্ধ্যার পরও ওই ফ্ল্যাটে তিন বহিরাগতসহ দুই নারী আসে। পরে তাদেরকে আটক করে থানায় খবর দেন অ্যাপার্টমেন্টের বাসিন্দারা। পুলিশ এসে ৬ জনকে আটক করে। আটক পুরুষদের দাবি তারা ব্যবসার কাজে এসেছিলেন। আর বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গান করার কথা জানান নারীরা।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।