দেবরের সঙ্গে বাগদান সারলেন ভারতীয় অভিনেত্রী!

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় সিরিয়াল ‘সাথ নিভানা সাথিয়া’র বহুল আলোচিত চরিত্র গোপি বহু। পর্দার বাইরে এবার তিনি শুরু করতে যাচ্ছেন জীবনের নতুন অধ্যায়।

পর্দার গোপী বহু অর্থাৎ দেবলীনা ভট্টাচার্য তার প্রেমিক বিশাল সিংহের সঙ্গে বাগদান সেরেছেন। বাঙালিনী অভিনেত্রীর প্রেমিকও পেশায় একজন অভিনেতা। ভারতের মুম্বাইয়ের শোবিজ অঙ্গনে কান পাতলেই শোনা যাচ্ছিল তাদের প্রেমের গুঞ্জন। তাদের প্রেম নিয়ে দুজনেই মুখে কুলুপ এটে রেখছিল এতদিন।

অবশেষে মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে বাগদানের ছবি দিয়ে অনুরাগীদের সঙ্গে সুখবর ভাগ করে নিলেন তারকা-জুটি। বিশালের দেওয়া আংটি অনামিকায় পরে তার সঙ্গে লেন্সবন্দি হয়েছেন অভিনেত্রী। দু’জনের মুখেই উজ্জ্বল হাসি।

‘সাথ নিভানা সাথিয়া’ ধারাবাহিকে কাজ করতে গিয়ে বিশালের সঙ্গে আলাপ হয় দেবলীনার। সেখানে ‘গোপী বহু’-র চরিত্রে অভিনয় করছিলেন এই বঙ্গতনয়া। তার দেবর ‘জিগার মোদি’-র চরিত্রে ছিলেন বিশাল। প্রথমে আলাপ, তারপর আলাপ থেকে বন্ধুত্ব। সেই বন্ধুত্বই গড়ায় প্রেমে। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর এ বার সংসারমুখী হচ্ছেন তারা।

যখনই গোটা দুনিয়া তাদের বাগদানের খবরে শুভেচ্ছা জানাচ্ছেন, তখন ইনস্টাগ্রাম লাইভে আসেন ‘দম্পতি’। জানিয়েছেন, ‘আমরা এনগেজ ঠিকই, কিন্তু সেটা একটি গানের জন্য। গানটির নাম ‘ইটস অফিসিয়াল’ এবং এটি একটি রোম্যান্টিক গান।’

প্রসঙ্গত, গত সপ্তাহেই ‘বিগ বস’এর ঘর থেকে বাদ পড়েছেন দেবলীনা ভট্টাচার্য। পোল টাস্কের সময় পায়ে চোট পেয়েছিলেন তিনি। চোট এতটাই গুরুতর ছিল, যে শো থেকে বাধ্য হয়ে বেরিয়ে আসতে হয় তাকে। প্রায় ১৫ ঘণ্টার ওপর পোল টাস্কে একভাবে দাঁড়িয়ে থাকার জন্য মূলত এই চোট পান তিনি।

সম্প্রতি নিজের শারীরিক অবস্থার আপডেট নিয়ে নেটমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন দেবলীনা। অস্ত্রোপচারের পর তিনি অনেকটাই সুস্থ আছেন। হাঁটা-চলার অভ্যাস করছেন। পোষ্যের সঙ্গে খেলা করছেন। সদ্য হাসপাতাল থেকে ফিরেছেন বাড়িতে।

আট বউকে নিয়ে সংসার পেতেছেন তিনি!