Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home দেলোয়ার-সেলিনা দম্পতির বাগানে ফুটেছে ১২ জাতের ৬ রঙের ৭০ হাজার টিউলিপ
    পজিটিভ বাংলাদেশ

    দেলোয়ার-সেলিনা দম্পতির বাগানে ফুটেছে ১২ জাতের ৬ রঙের ৭০ হাজার টিউলিপ

    rskaligonjnewsFebruary 7, 2023Updated:February 12, 20234 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক:   গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূর্ব খন্ড গ্রামের দেলোয়ার হোসেন ও সেলিনা হোসেন দম্পতি ২০২০ সালে প্রথমবার দেশে টিউলিপ ফুল ফুটিয়ে সাড়া জাগিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় এবার তার বাড়ির পাশে এক বিঘা জমিতে বিশাল বাগানে চাষ করেছেন ১২ জাতের ৬ রঙের ৭০ হাজার টিউলিপ। বিস্তৃত জায়গা জুড়ে শুধু বাহারী রঙিন ফুলের খেলা। এ যেন দেশের বুকে এক টুকরো নেদারল্যান্ডস।

    টিউলিপ-১

    টিউলিপ ফুল ব্যাপকভাবে উৎপাদিত হয় নেদারল্যান্ডসে। টিউলিপকে নিয়েই সেখানে গড়ে উঠেছে শিল্প। তাই দেশটি প্রতি বছর পালন করে টিউলিপ উৎসব। আর তুরস্কের জাতীয় ফুলও এই টিউলিপ। নানা রংয়ের টিউলিপ মুগ্ধতা ছড়ায় চারপাশে, দেখলেই মন জুড়িয়ে যায়। শীতপ্রধান দেশগুলোতে টিউলিপ উৎপাদন বেশি হয়। এই টিউলিপ ভারতের কাশ্মীর, নেদারল্যান্ডস, তুরস্কসহ শীত প্রধান দেশে ফুটতো টিউলিপ। বাংলাদেশে টিউলিপ দেখা যেতো না। তবে এখন আর টিউলিপ দর্শনে বিদেশে যেতে হবে না কাউকে! চাইলে দেশেই ঘুরে যেতে পারবেন টিউলিপ রাজ্য থেকে।

    বিশ্বে ফুল উৎপাদনের তালিকায় বাংলাদেশের অবস্থান সন্তোষজনক জায়গায় না থাকলেও সাম্প্রতিক সময়ে দেশে টিউলিপ ফুলের উৎপাদন বিস্ময় জাগিয়েছে। ষড়ঋতুর এই দেশে শীতকালের বাহারি টিউলিপ চাষে এসেছে ব্যাপক সফলতা। এ চাষ প্রতিনিয়ত সম্প্রসারণ হচ্ছে সারাদেশে, শুরু হয়েছে বাণিজ্যিক উৎপাদনও।

       

    টিউলিপ

    বাগান পরিদর্শনে আসেন নেদারল্যান্ডের বাংলাদেশ হাইকমিশনের হেড অব মিশন থিজ উডস্ট্রা

    বাংলাদেশে টিউলিপ ফুলের প্রথম চাষ করেন দেলোয়ার হোসেন। তিনি জানান, গত ৯ জানুয়ারি বাল্ব রোপণের পর ৩০ জানুয়ারি নাগাদ ২১ দিনের মাথায় ফুল ফুটে বের হয়। এ দম্পতি ১৫ বছর বছর ধরে ফুল ব্যবসায় জড়িত। তখন সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী, সচিব, সাংসদসহ দেশের বিশিষ্টজনেরা বাগান পরিদর্শনে এসেছিলেন। বাংলাদেশের পরিবেশে টিউলিপ উৎপাদন দেখতে বাগান পরিদর্শনে এসেছিলেন টিউলিপের দেশ নেদারল্যান্ডসের বাংলাদেশে কর্মরত কূটনীতিক। এর আগে গোলাপ, জার্বেরা, লিলিসহ নানা জাতের ফুল বাণিজ্যিকভাবে চাষ করে আসছিলেন তারা। মৌমিতা ফ্লাওয়ার্স নামে ফুল চাষের একটি প্রতিষ্ঠানও গড়ে তোলেন। এই প্রতিষ্ঠানের আওতায় ফুল ছাড়াও তাদের প্রকল্পে ছিল ব্যাপক আকারে স্ট্রবেরি ও জি নাইন কলার চাষ। ফুল ও ফল উৎপাদনের পাশাপাশি তারা এগুলোর বীজ স্থানীয়ভাবে কৃষকদের মধ্যে সরবরাহ ও প্রযুক্তিগত পথও দেখিয়ে দেন। প্রথম বছর তাদের টিউলিপ বাগানের আয়তনের ছিল মাত্র ২ শতাংশ। সফলতা পেয়ে এ বছর তারা এক বিঘা জমিতে ৭০ হাজারের বেশি টিউলিপ ফুলের চাষ করেছেন। টিউলিপ ও অন্যান্য ফুল-ফলের এই প্রকল্পে কাজ করছেন ২৫ নারী ও পুরুষ। প্রতিবছর নেদারল্যান্ডস থেকে টিউলিপ ফুলের বাল্ব আমদানি করেন তারা।

    থিজ উডস্ট্রা

    বাগানের আরেক নারী উদ্যোক্তা সেলিনা হোসেন জানান, টিউলিপ ফুলের গাছগুলো ২৮ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। এগুলো টবে সাজিয়ে রাখার জন্য আদর্শ ফুল। একেকটি গাছ থেকে একটি ফুল পাওয়া যায়। পৃথিবীতে টিউলিপ ফুলের ১৫০টির বেশি জাত আছে। টিউলিপ ফুল চাষে সবচেয়ে সফল দেশের নাম নেদারল্যান্ডস। সেখানে এই ফুলের ব্যাপক চাষাবাদ হয়। বর্তমানে নেদারল্যান্ডস ছাড়াও অন্যান্য কয়েকটি শীতপ্রধান দেশেও টিউলিপের চাষ হচ্ছে।

    তিনি আরও বলেন, বাংলাদেশের পরিবেশে টিউলিপ ফুল চাষ নিয়ে বেশ কয়েক বছর গবেষণা করেছেন তারা। এরপর ২০২০ সালে পরীক্ষামূলকভাবে টিউলিপ চাষে সফলতা দেখেন। পরবর্তীতে ২০২১, ২০২২ ও সর্বশেষ ২০২৩ সালে তারা ক্রমান্বয়ে ফুলটির চাষের আওতা বাড়িয়েছেন। এবছর পুরোপুরি বাণিজ্যিক উৎপাদনে নেমেছেন তারা। বাগান থেকে কেটে ফুল বিক্রির পাশাপাশি এ বছর পটেও টিউলিপ বিক্রি করছেন। তিন থেকে পাঁচটি টিউলিপ গাছসহ এসব পটের দাম ৩০০ থেকে ৬০০ টাকার মধ্যে।

    দেলোয়ার হোসেন বলেন, নেদারল্যান্ডস এখন টিউলিপ ফুল রপ্তানি করছে। আমরা চেষ্টা করলে ব্যাপকহারে এই ফুল উৎপাদন করে রপ্তানির খাতায় নাম লেখানো সম্ভব।

    টিউলিপ ফুল

    দেলোয়ার জানান, এ বছর পঞ্চগড়, যশোর, রাজশাহী, চট্টগ্রাম, বাগেরহাট, রংপুর ও জামালপুরের কয়েকটি এলাকায় তিনি টিউলিপ বাল্ব সরবরাহ করেছেন। এসব বাগানে তিনি নিয়মিত টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছেন। তার আশা, একদিন বাংলাদেশের ফুলপ্রেমীদের বাড়ির আঙিনায় জায়গা করে নিবে টিউলিপ। দেলোয়ারের টিউলিপ বাগান দেখতে প্রতিদিনই আসছেন দেশের বিভিন্ন জায়গা থেকে ফুলচাষী ও ব্যবসায়ীরা। এদের একজন কামরুল হাসান, এসেছেন ময়মনসিংহের ফুলবাড়ি এলাকা থেকে। তিনি জানান, টিউলিপ বর্তমানে বাংলাদেশের সাড়া জাগানো ফুল। এর চাষ ব্যাপক ভাবে হলে বাংলাদেশের এর বিপ্লব ঘটতে পারে। তার টিউলিট চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করতে দেলোয়ার এর কাছে এসেছি। ফুলচাষী বুলবুল হাসান এসেছেন নরসিংদী থেকে। তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন ফুল ও ফলসহ নানা ধরনের গাছের চারা বিক্রি করি।

    শ্রীপুরে টিউলিপ ফুটার খবরে অনেক কাস্টমার আমাদের নার্সারিতে টিউলিপ ফুলের চারা খুঁজতে আসেন। তাই আমি চেষ্টা করছি কয়েক টি টিউলিপের চারা কিনে নিয়ে বিক্রি করার জন্য। শনিবার সকালে এ টিউলিপ বাগান পরিদর্শনে আসেন নেদারল্যান্ডসের বাংলাদেশ হাইকমিশনের হেড অব মিশন থিজ উডস্ট্রা। তিনি বাগান দেখে উচ্ছ্বসিত হন। এ সময় তিনি বাংলাদেশে টিউলিপের সম্ভাবনার কথা জানিয়ে এ ফুল চাষি দম্পতিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, টিউলিপ বাংলাদেশের সৌন্দর্য আরও বৃদ্ধি করবে। নেদারল্যান্ড ও ইউরোপে এ টিউলিপের ব্যাপক বাজার রয়েছে। বাংলাদেশের নারী ও পুরুষরা এ টিউলিপ চাষ করে তারা স্বাবলম্বী হয়ে টিউলিপ নিয়ে বাজার তৈরি করতে পারে। বাংলাদেশে টিউলিপ চাষে নেদারল্যান্ডস সহযোগিতা করবে।

    টিউলিপ বাল্ব-১

    ষাটোর্ধ্ব মান্নান এবার প্রথম শ্রেণিতে, সহপাঠী নাতির ছেলে

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ১২ ৬ ৭০% জাতের টিউলিপ দম্পতির দেলোয়ার-সেলিনা পজিটিভ ফুটেছে বাগানে বাংলাদেশ রঙের সম্পতির হাজার
    Related Posts
    যুব উন্নয়ন অধিদপ্তর

    ৪৮ জেলায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদফতর

    September 16, 2025

    দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেলেন নৌবাহিনীর ১৯৯ জন সদস্য

    August 28, 2025
    আন্তর্জাতিক গণিত

    আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় বাংলাদেশের তাহসিনের চমক

    July 29, 2025
    সর্বশেষ খবর
    Jack White TikTok

    Jack White’s Daughter Scarlett’s Striking Resemblance at Paris Fashion Week

    Why Baltimore County Council Opposes Days Cove Discharge Permit

    Why Baltimore County Council Opposes Days Cove Discharge Permit

    খারাপ করার ভূমিকা

    গত ১৬ বছরে আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনে উপস্থিত থেকেও সঠিক ভূমিকা রাখতে পারেনি: ইসি সানাউল্লাহ

    Dublin flag protests

    How Right-Wing Activists’ Flag Blitz Is Dividing Dublin

    Beastify codes

    Beastify Codes Unlock Free Coins and Potions for Roblox Players

    KATSEYE girl group

    KATSEYE Girl Group Rises to Stardom with Sibling Support and Authentic Sound

    Verizon CEO

    Dan Schulman Takes Helm as Verizon CEO, Replacing Hans Vestberg

    Patrick Schwarzenegger Abu Dhabi trip

    Patrick Schwarzenegger, Abby Champion Explore Abu Dhabi Landmarks

    iOS 26.1 alarm fix

    Apple Fixes iPhone Alarm Issue with New ‘Slide to Stop’ Gesture in iOS 26.1

    দুদক

    ঘুষে একদিনেই ৭৭ জনের বদলি, বন সংরক্ষক ড. রেজাউল করিমের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.