নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : সারাদেশের মতো নানা আনুষ্ঠানিকতা গাজীপুরেও উদ্বোধন হলো নতুন অনলাইন নিউজ পোর্টাল “ঢাকা পোষ্ট”। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় একটি মাদ্রাসার নাজেরা বিভাগে শিশু ছাত্র ফাবিদ নূরের কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। পরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর মহানগরের রাজবাড়ি সড়কের হাবিবুল্লাহ স্মরণিতে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা পোষ্ট গাজীপুর প্রতিনিধি মো. মিলটন খন্দকার।
এতে বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার জাকির হাসান, গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রিনা পারভীন, গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইকবাল হাসান, গাজীপুর জেলা পরিষদের সদস্য রাশিদা খন্দকার, দৈনিক ইত্তেফাকের গাজীপুর প্রতিনিধি মো. মুজিবুর রহমান, দেশ রুপাপ্তরের মো. আমিনুল ইসলাম, যুগান্তরের শাহ সামসুল হক রিপন বাংলাদেশ প্রতিদিনের মো. খায়রুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঢাকা পোষ্ট দেশের একটি ব্যতিক্রমি নিউজ পোর্টালা হবে। যা দেশ ও জনগণের মুখপত্র হিসেবে কাজ করবে। দেশের নির্যাতিত নিপিড়িত গণমানুষের প্রিয় এবং উন্নয়নের মূলধারায় দেশের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল হয়ে উঠবে ঢাকা পোষ্ট।ঢাকা পোষ্টের সার্বিক শুভকামনা করেন বক্তারা।
এ সময় অন্যদের মধ্যে মানবকণ্ঠের গাজীপুর প্রতিনিধি শামসুল হক ভূইয়া, প্রতিদিনের সংবাদের মো. হাসমত আলী, আমাদের কন্ঠের মো. জহিরুল ইসলাম, স্থানীয় দৈনিক বাংলা ভূমি পত্রিকার সম্পাদক নজরুল ইসলাম আজহার, সাপ্তাহিক পিলসুজ পত্রিকার সম্পাদক আবু হানিফা, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক রফিক সরকার এছাড়া আরো গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।