জুমবাংলা ডেস্ক : পিয়ন থেকে শত কোটির মালিক বনে যাওয়া জাহাঙ্গীর আলম ওরফে পানি জাহাঙ্গীর স্ত্রী ও সন্তানসহ যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন বলে জানা গেছে। তবে তিনি কবে দেশ ছেড়েছেন বা যুক্তরাষ্ট্রের কোথায় অবস্থান করছেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
সোমবার (১৫ জুলাই) বিকালে জাহাঙ্গীরের বড় ভাই মো. মীর হোসেন গণমাধ্যমকে জানান, রবিবার রাতেই দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জাহাঙ্গীর। গতকাল যুক্তরাষ্ট্র থেকেই একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘আমার চৌদ্দগুষ্টির সম্পদ বিক্রি করলেও ৪০০ কোটি টাকা হবে না।’
অন্যদিকে যুক্তরাষ্ট্রের এক আওয়ামী লীগ নেতা বলেন, জাহাঙ্গীর আলম দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে সপরিবারে অবস্থান করছেন। তিনি ঘনিষ্ঠদের বাসায় দাওয়াত খাচ্ছেন এবং অল্প সংখ্যক মানুষের সঙ্গে দেখা করছেন। তবে দেশের আরেকটি গণমাধ্যমের দাবি কোরবানি ঈদের একদিন পরই স্ত্রী-সন্তানসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
এর আগে প্রধানমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমার বাসায় পিয়নের কাজ করা লোক ৪০০ কোটি টাকার মালিক বনে গেছে।’ এই বক্তব্যের পরই আলোচনায় আসেন জাহাঙ্গীর আলম ওরফে পানি জাহাঙ্গীর।
তার বাড়ি নোয়াখালীর চাটখিল থানাধীন খিলপাড়া ইউনিয়নে। জাহাঙ্গীর একসময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী থাকার সময় সুধাসদনে কাজ করতেন। সে সময় সুধাসদনে আসা ব্যক্তিদের পানি এগিয়ে দেওয়ার কারণে তার নাম হয় পানি জাহাঙ্গীর। পরবর্তীতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে তিনি তার ব্যক্তিগত কর্মচারী হিসেবে কাজ করেন।
জানা যায়, জাহাঙ্গীর রাজধানী ঢাকায় একাধিক প্লট-ফ্ল্যাটের মালিক হয়েছেন। ধানমন্ডিতে স্ত্রীর নামে আড়াই হাজার বর্গফুটের একটি ফ্ল্যাট কিনেছেন। এছাড়া নোয়াখালীর মাইজদী শহরের হরি নারায়ণপুরে তার আট তলা একটি বাড়ি রয়েছে। সেটিও তার স্ত্রীর নামে। সংসদ সদস্য হওয়ার জন্য তিনি নোয়াখালীতে বিপুল অর্থও খরচ করেছেন।
দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে বিশাল বহর নিয়ে তিনি সভা-সমাবেশ করতেন। এসব সভা-সমাবেশের জন্য লাখ লাখ টাকা খরচ করেছেন। এছাড়া বিভিন্ন সময়ে সরকারের অনেক প্রভাবশালী মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিজের এলাকায় দাওয়াত করে নিয়ে যেতেন তিনি। যাতায়াতের জন্য হেলিকপ্টার ব্যবহার করতেন।
আরও জানা যায়, ধানমন্ডিতে আলিশান ফ্ল্যাট ছাড়াও রাজধানীর মোহাম্মদপুর ও নিউমার্কেটে দুটি দোকান রয়েছে তার। ঢাকার মিরপুরে একটি সাত তলা ভবন ও দুটি ফ্ল্যাট রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।