নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : দেশ যোগ্য নেতৃত্বের কাছে আছে বলেই বাংলাদেশ এখন উন্নয়নের পথে রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।
তিনি রোববার (০৭ মার্চ) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে চিত্রাঙ্গন ও ভাষণ প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চত্ত্বরে নব নির্মিত স্বাধীনতা স্মৃতিস্তম্ভে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন, একটি মহল ইতিহাস বিকৃত করে এদেশ থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু সেই কুচক্রি মহল তা পারেনি। সেই নেতাই ৭১’ এর ৭ মার্চ রেসকোর্সের ময়দানে এক আঙ্গুলের ইশারায় আমাদের দিক নির্দেশনা দিয়ে গেছেন।
চুমকি বলেন, আমাদের স্বাধীনতা যুদ্ধে প্রতিবেশী দেশ হিসেবে ভারত তাদের সর্বাত্বক দিয়ে আমাদের সহযোগীতা করেছিলেন। এজন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আমরা সকলে তাদের প্রতি আমাদের ভালবাসা প্রতিদান দেওয়ার চেষ্টা করি।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ ও মুক্তিযোদ্ধাবৃৃন্দ।
পরে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে উপজেলা পরিষদে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সংগীত এবং উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা নৃত্যু পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্গন ও ভাষণ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এর আগে মেহের আফরোজ চুমকি এমপি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।