বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, আগামী নির্বাচনে যেকোনো মূল্যে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। না হলে দেশ ও দেশের মানুষের বড় ক্ষতি হয়ে যাবে। তিনি বলেন, “দেশকে বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই। বিএনপি ছাড়া দেশে শান্তি আসবে না।”
শুক্রবার (৩ অক্টোবর) নারায়ণপুর পৌরসভা এলাকায় ৪নং নারায়ণপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন আয়োজিত ৩১ দফা বাস্তবায়নে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. জালাল উদ্দিন আরও বলেন, “আমি আমার জন্য ভোট চাইতে আসিনি। আমি আজকে মা-বোনদের কাছে আসছি ধানের শীষে ভোট চাইতে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমার নেতা তারেক রহমানকে ক্ষমতায় আনুন। তাহলে বাংলাদেশ ভালো থাকবে। আমি মনোনয়ন পেলাম কী পেলাম না, এমপি হলাম কী হলাম না, তাতে কিছু যায় আসে না। আমি চাই বিএনপিকে যেকোনো মূল্যে ক্ষমতায় আনতে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর এবং নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম মুন্সি।
এসময় বক্তব্য রাখেন মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক খোকন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কৃষক দলের সাধারণ সম্পাদক আমির খসরু, উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম কিরণ, পৌর যুবদলের আহ্বায়ক মুজিবুর রহমান সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সভায় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ডা. শোয়েব আহমেদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মহসিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের সিদ্দিকী, বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।