বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একনজর দেখতে সারা দেশবাসী অপেক্ষমাণ বলে জানিয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশবাসী অপেক্ষমাণ তাকে একনজর দেখার জন্য, দুটি কথা শোনার জন্য।
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিমানবন্দরে প্রবেশের সময় সাংবাদিকদের এসব কথা জানান সালাহউদ্দিন।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে তিনি বলেন, আমরা সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছি। বাংলাদেশের ইতিহাসে বিগত ৫৫ বছরের ইতিহাসে যে অবিস্মরণীয় ঘটনা আজ ঘটতে যাচ্ছে, সারা দেশবাসী, আমরা, বিশ্ববাসী দেখবে। আমরা আশা করি, এই মুহূর্তটিকে আমরা ঐতিহাসিক মুহূর্ত হিসেবে পালন করতে পারবো।
তিনি আরও বলেন, আমরা দীর্ঘ ১৬-১৭ বছর অবিরাম সংগ্রাম আন্দোলন করেছি গণতন্ত্রের জন্য, ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য। সেই গণতান্ত্রিক আন্দোলনের সমাপ্তি হয়েছে ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে। ফ্যাসিবাদীর পতন হয়েছে, ফ্যাসিস্ট পালিয়েছে, অবরুদ্ধ গণতন্ত্র অবমুক্ত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



