জুমবাংলা ডেস্ক : মহান বিজয় দিবস উদযাপন ও দেশীয় সংস্কৃতি ছড়িয়ে দিতে আজ (সোমবার, ১৬ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে কনসার্টের আয়োজন করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘সবার আগে বাংলাদেশ’।
রবিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠানস্থলে ব্রিফিংয়ে সংগঠনটির আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিদেশি সংস্কৃতি দূর করে দেশীয় সংস্কৃতিকে উৎসাহিত করতে এই কনসার্টের আয়োজন করা হয়েছে।
বিজয় দিবসে বেলা ১২টা থেকে শুরু হবে উন্মুক্ত এই কনসার্টের আনুষ্ঠানিকতা। দেশীয় সংস্কৃতির আর বরেণ্য শিল্পীরাই এই মেগা কনসার্টে সঙ্গীত পরিবেশন করবেন।
এ্যানি বলেন, দেশাত্মবোধক গান দিয়ে অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে এই আয়োজন সফল করতে ছাত্র-যুবকদের প্রতি আহ্বান জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শ ও উদ্যোগেই এই আয়োজন- জানান এ্যানি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।