জুমবাংলা ডেস্ক দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৮৮৭ জনে। এছাড়া একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ২৪৭ জন।
এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে হলো ১৫ লাখ ৭০ হাজার ৪৮৫ জনে। সবশেষ ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৩২ শতাংশ।
সবশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১৮ হাজার ৬৯০ জনের। এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ২২৭ জন। মোট সুস্থ ১৫ লাখ ৩৪ হাজার ৩০০ জন।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বুধবার (৩ নভেম্বর) আগের ২৪ ঘণ্টায় করোনায় মারা যান সাত জন। করোনা শনাক্ত হয় ২৫৬ জনের দেহে।
এদিকে, বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু ও আক্রান্ত বেড়েছে। এ সময় মৃত্যু হয়েছে ৭ হাজার ৬৪১ জনের, শনাক্ত হয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৯৪২ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।