Advertisement
জুমবাংলা ডেস্ক: এখন পর্যন্ত বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৬ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন। যদিও গত ২৪ ঘণ্টায় কেউ সুস্থ হননি বলে জানিয়েছেন আইইডিসিআর।
মঙ্গলবার (১৪ এপ্রিল) করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইনে ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্য অফিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসক) ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২০৯ জন করোনা রোগী শনাক্ত হওয়ায় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১০১২ জনে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ১৯০৫ জনের নমুনা পরীক্ষা করে এ ফলাফল পেয়েছে আইইডিসিআর।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২০৯ জন করোনা রোগী শনাক্ত হওয়ায় রোগীর সংখ্যা হাজার ছাড়িয়ে গেল। এখন করোনায় আকান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১০১২ জনে। এছাড়া আজকে মৃত্যু হয়েছে ৭ জনের। যা নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৬।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।