জুমবাংলা ডেস্ক: প্রাণঘাতি ক’রোনাভা’ইরাসের নতুন ধরন ওমি’ক্রন বাংলাদেশে প্রথমবারের মতো শনা’ক্ত হয়েছে। ভাইরা’সটির নতুন এ ধরনে দুইজন আক্রান্ত হয়েছেন।
তারা দুজনই জিম্বাবুয়েফেরত জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য। আক্রান্ত দুই নারী ক্রিকেটার সুস্থ আছেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক শনিবার ঢাকা শিশু হাসপাতালের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।
এদিকে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানিয়েছেন, দুই নারী ক্রিকেটারের ওমি’ক্রন শ’নাক্ত হলেও তারা সম্পূর্ণ সুস্থ আছেন। আমার সাথে তাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে।
এছাড়া একই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম আলমগীর।
এর আগে তিন দফায় পরীক্ষা-নীরিক্ষা করা হয় দুই ক্রিকেটারের নমুনার। আরো নিশ্চিত হতে গত সোমবার সন্ধ্যায় আবারও তাদের নমুনা নেয় আইইডিসিআর।
অবশেষে তারা ও’মি’ক্রনে আক্রান্ত বলে নিশ্চিত হয়েছে আইইডিসিআর।
এর আগে গত ৭ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম জানিয়েছিলেন, ‘দুই নারী ক্রিকেটারকে হোটেল সোনারগাঁওয়ে একই রুমে রাখা হয়েছে। সোমবার সন্ধ্যায় আবারও তাদের নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর। পরীক্ষা-নিরীক্ষার পরই বলা যাবে, তারা ওমি’ক্রনে আক্রান্ত কি না।’
উল্লেখ্য, গত ১ ডিসেম্বর জাতীয় নারী ক্রিকেট দল জিম্বাবুয়ে থেকে ফিরে আসে। তাদের সবাইকে প্রাতিষ্ঠানিক কো’য়ারে’ন্টিনের জন্য হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে পাঠানো হয়। এরপর গত ১, ৩ এবং ৫ ডিসেম্বর তিন দফায় তাদের ক’রো’না পরীক্ষা করা হয়। তৃতীয় টেস্টের পর সোমবার দুই ক্রিকেটারের শরীরে ক’রো’না পজি’টিভ পাওয়া যায়।
তখন থেকেই নারী ক্রিকেট দলের সবাই আইসোলেশনে রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের দুই কর্মকর্তা নিয়মিত তাদের বিষয়টি দেখছেন।
প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেওয়ায় ৬ ডিসেম্বর পুরো দলকে সংবর্ধনা দেওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। এ উপলক্ষে বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন সেদিন সোনারগাঁও হোটেলে এসেছিলেন তিনি। কিন্তু দুই ক্রিকেটারের ক’রোনা শ’নাক্ত হওয়ার খবরে সব অনুষ্ঠান বাতিল করা হয়।
বাছাইপর্ব শেষে গত ৩০ নভেম্বর দেশে ফেরে নারী ক্রিকেটাররা। তবে প্রথমবারের মতো বিশ্বকাপ নিশ্চিত করে দেশে ফিরলেও উৎসবের সুযোগ পাননি নিগার সুলতানা জ্যোতিরা।
গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো ওমি’ক্রনে আক্রান্ত রোগী শ’নাক্ত হয়। ওমি’ক্রন শনা’ক্ত হওয়ার পর বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নতুন এই ভ্যারিয়ে’ন্ট শনা’ক্তের পর বিশ্বের বিভিন্ন দেশ দক্ষিণ আফ্রিকা অঞ্চলের দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel