বিনোদন ডেস্ক : দেশবরেণ্য কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর ক্যানসার জয় করে ঢাকায় ফিরছেন, গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হতে দেখা গিয়েছে। তবে গুণী এই শিল্পীর দেশে ফেরার সংবাদ গুজব বলে দাবি করেছেন এন্ড্রু কিশোরের পরিবারের ঘনিষ্ঠজন, তার শিষ্য ও সংগীতশিল্পী মোমিন বিশ্বাস।
মোমিন বিশ্বাস জানান, দাদার (এন্ড্রু কিশোর) দেশে ফেরার খবরটি গুজব। প্রায় প্রতিদিনই দাদার সঙ্গে আমার কথা হয়। দাদা দেশে ফেরার আগে আমি সবাইকে বিষয়টি জানাব। দেশে আসার যে খবরগুলো প্রকাশ করা হয়েছে, তা সঠিক নয়। তিনি কবে দেশে ফিরবেন, এখনো বিষয়টি অনিশ্চিত। তবে বর্তমানে অনেকটাই ভালো আছেন তিনি। গত মার্চেই দেশে ফেরার কথা ছিল তার। মূলত করোনা ভাইরাসের কারণে এখনই দেশে ফেরা হচ্ছে না।
প্রসংগত, গেল বছরের সেপ্টেম্বর থেকে ক্যানসারে (নন-হজকিন লিম্ফোমা) আক্রান্ত হয়ে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। দীর্ঘদিন চিকিৎসা গ্রহণের পর বেশ ভালো আছেন এই শিল্পী। উন্নত চিকিৎসার জন্য গত বছরের ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়েন এন্ড্রু কিশোর। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যানসার ধরা পড়ে। এর পর থেকেই থেমে থেমে তাকে কেমোথেরাপি দেওয়া হচ্ছিল। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক লিম সুন থাইয়ের অধীনে তার চিকিৎসা শুরু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।