জুমবাংলা ডেস্ক : বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা।
বুধবার (৭ আগস্ট) বিকালে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ। শ্রদ্ধা নিবেদন শেষে দলটির নেতা-কর্মীরা এ শপথ নেন।
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম সবাইকে শপথবাক্য পাঠ করান।
এসময় উপস্থিত ছিলেন- গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান লিটন, দপ্তর সম্পাদক ইলিয়াস হক, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, উপ-প্রচার সম্পাদক শিমুল চৌধুরী, গোপালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ খান, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম কবীর, সাধারণ সম্পাদক মো. আলিমুজ্জামান বিটু, যুবলীগের সভাপতি জাহেদ মাহামুদ বাপ্পি, সাধারণ সম্পাদক ফিরোজ, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাসান লিয়ন, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, সাধারণ সম্পাদক আমির হামজাসহ অঙ্গ সংগঠনের নেতারা।
আরও উপস্থিত ছিলেন- টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, যুবলীগ সাধারণ সম্পাদক বি এম মাহামুদ হকসহ আরও অনেকে।
উপস্থিতরা বঙ্গবন্ধুর সমাধির সামনে দাঁড়িয়ে শপথ নেন, ‘বর্তমানে দেশে যা ঘটছে বাংলার মানুষ তা দেখেছে। তাই গণ-আন্দলোনকে সামনে রেখে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনাকে স্বসম্মানে দেশে ফিরিয়ে আনব। জাতির পিতার কবর সামনে রেখে আবারও শপথ করছি যে, কেউ ঘরে ফিরে যাব না। আজ থেকে এই জাতির পিতার সমাধি, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা ও সচেতন নাগরিক ও সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে বঙ্গবন্ধুর সমাধি অক্ষত রাখব। তাই আমরা আজ থেকে এই কবরকে সামনে রেখে ব্যক্ত করছি- আমরা যতদিন পর্যন্ত শেখ হাসিনা ও শেখ রেহানাকে দেশে ফিরে না আসবেন, আমাদের এক বিন্দু রক্ত থাকতে এই সমাধি ছেড়ে আমরা কেউ যাব না।’
শেষে তারা সৃষ্টিকর্তার নামে শপথের সমাপ্তি ঘোষণা করেন।-ইউএনবি
ইসলামী ব্যাংকে সর্ববৃহৎ ঋণ জালিয়াতি, ৩৪০০ কোটি টাকা এস আলমের পকেটে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।