আন্তর্জাতিক ডেস্ক : বিশেষ শর্তসাপেক্ষে আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই প্রেক্ষিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) নতুন প্রজ্ঞাপন জারি করেছে। আজ (১ মে) থেকে প্রজ্ঞাপন অনুযায়ি দেশে ফিরতে হলে নতুন নির্দেশনা অনুসরণ করতে হবে।
তবে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে দেশে আসা প্রবাসীদের জন্য স্বস্ত্বির খবর হলো- তাদের প্রাতিষ্ঠানিক কোন কোয়ারেন্টিন সেন্টারে থাকতে হবে না। তবে দেশে এসে নিজ বাড়িতে ১৪দিন কোয়ারেন্টিনে থাকতে আর সেটি তদারকি করবে স্থানীয় পুলিশ প্রশাসন।
এক্ষেত্রে দেশে আসার সময় সৌদি আরব প্রবাসীদের করোনা টেষ্ট করে নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে আনতে হবে। দেশে আসার পর বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষায় যদি করোনা আক্রান্তের লক্ষণ দেখা যায় তাহলে তাকে হাসপাতালে পাঠানো হবে। একই নিয়ম পালন করতে হবে আপনি যদি আবুধাবি, দুবাই, মালয়েশিয়া, লন্ডন, আমেরিকা থেকে দেশে ফেরেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।