Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home দেশে ফিরেই বিশ্বকাপে ব্যর্থতার দায় নিজের ঘাড়ে নিলেন মাশরাফি
ক্রিকেট (Cricket) খেলাধুলা

দেশে ফিরেই বিশ্বকাপে ব্যর্থতার দায় নিজের ঘাড়ে নিলেন মাশরাফি

Shamim RezaJuly 7, 2019Updated:July 7, 20193 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : রাউন্ড রবিনেই বিশ্বকাপ মিশন শেষ হওয়ায় বাংলাদেশকে দেশে ফিরতে হয়েছে প্রত্যাশা পূরণের আগেই। সেমিফাইনালের স্বপ্ন দেখতে থাকা ক্রিকেটাররা ভগ্ন হৃদয় নিয়ে রবিবার বিকেলে দেশে পা রাখে। ইংল্যান্ডে তিনটি জয় পেলেও শেষ চারে না ওঠাকে ব্যর্থতাই মনে করছেন অধিনায়ক মাশরাফি, যার দায়ভার নিজের কাঁধে নিলেন তিনি।

বিকেল ৫টা ২০ মিনিটে বিমানবন্দরে পৌঁছায় মাশরাফিদের বহনকারী বিমান। সেখানে নানা রকম আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অধিনায়ক, ‘যে প্রত্যাশা নিয়ে গিয়েছিলাম, সেই জায়গা থেকে অবশ্যই হতাশাজনক। কিন্তু পুরো টুর্নামেন্টে আমরা যেভাবে খেলেছি, যদি আমাদের ভাগ্য সহায় হতো তাহলে হয়তো সেমিফাইনালে যেতে পারতাম। আমাদের খেলার ধরন ছিল ইতিবাচক।’

দলের ব্যর্থতার দায়ভার নিজের কাঁধেই নিলেন তিনি, ‘অধিনায়ক হিসেবে দলের প্রত্যাশা পূরণ করতে পারিনি। আর অধিনায়ক হিসেবে সেই ব্যর্থতার দায়ভার অনেকটাই আমার। আমি এর দায় নিচ্ছি, আমাকেই নিতে হবে। আমার জায়গায় অন্য কেউ হলে তাকেও নিতে হতো।’ দলের পারফরম্যান্সের পাশাপাশি নিজেও সমালোচনার শিকার হয়েছেন মাশরাফি, তবে এনিয়ে মাথা ঘামাচ্ছেন না, ‘সমালোচনা হয়েছে বা হবে, এটা স্বাভাবিক। প্রত্যেক সিরিজ বা টুর্নামেন্টের পরই সেটা হয়, আর বিশ্বকাপের পর তো হবেই। তবে কিছু ব্যাপার যদি আমাদের পক্ষে থাকতো, তাহলে হয়তো ভিন্ন কিছু হতো।’

দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর নিউজিল্যান্ডের কাছে লড়াই করে হার। এরপর ইংল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণের পর বৃষ্টিতে শ্রীলঙ্কার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে বাংলাদেশ। কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আবার জেগে ওঠে সেমির স্বপ্ন। অস্ট্রেলিয়ার রান পাহাড়ে চড়া না হলেও সেই স্বপ্ন আরও জ্বলজ্বলে হয়ে ওঠে আফগানিস্তানকে হারিয়ে। কিন্তু ভারতের কাছে হার সব আশায় জল ঢেলে দেয়। মাশরাফি বললেন সেই কথা, ‘ভারতের বিপক্ষে হারের আগে পর্যন্ত আমাদের সেমিফাইনালে খেলার আশা টিকে ছিল। আমাদের পারফরম্যান্সে বৈচিত্র ছিল। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম ছাড়া হয়তো আমাদের সব খেলোয়াড় ধারাবাহিক ছিল না। তাছাড়া কিছু জায়গা ছিল যেখানে ভাগ্য সহায় থাকলে ভালো হতো।’

এই বিশ্বকাপে দলের পারফর্মার হিসেবে কয়েকজনকে এগিয়ে রাখলেন মাশরাফি, ‘সাকিব, মোস্তাফিজ, মুশফিক ও সাইফউদ্দিন অসাধারণ খেলেছে। অন্যরা অধারাবাহিক ছিল। তবে এই চারজন দারুণ করেছে।’তরুণ খেলোয়াড়রা আস্থার প্রতিদান দিতে না পারলেও তাদের পাশে থাকছেন মাশরাফি, ‘তরুণ খেলোয়াড়দের একনাগারে দোষারোপ করা হয়। এটা ঠিক না। আমরা যারা বর্তমান সিনিয়র খেলোয়াড়, তারা যখন তরুণ ছিলাম তখন কিন্তু আমরা এতটা চাপ নিয়ে খেলিনি। তাই তাদের একতরফা দোষ দিয়ে লাভ নেই। তারা অনেক চেষ্টা করেছে।’

এই তরুণ ক্রিকেটাররা একসময় সাকিব-তামিমের মতো দলের নির্ভরতার প্রতীক হবে বিশ্বাস মাশরাফির, ‘এই মঞ্চ অনেক বড়, এখানে পারফর্ম করা সহজ নয়। আমি আশা করি তারা ধারাবাহিক পারফর্ম করে আজকের সাকিব-তামিম-মাহমুদউল্লাহদের মতো ক্রিকেটার হবে।’

এদিন দলের সব ক্রিকেটার একসঙ্গে ফিরে আসেননি ঢাকায়। সাকিব থেকে যাচ্ছেন লন্ডনে। স্ত্রী-সন্তানকে নিয়ে ইউরোপে ঘুরে বেড়াবেন বিশ্বকাপে বাংলাদেশের সেরা খেলোয়াড়।

মেহেদী হাসান মিরাজও আসেননি। বিশ্বকাপের মাঝপথে তার স্ত্রী গিয়েছিলেন ইংল্যান্ডে। স্ত্রীকে নিয়ে বেড়িয়ে কয়েকদিন পর দেশে ফিরবেন মিরাজ। সাব্বির রহমান আর লিটন দাসও থেকে যাচ্ছেন ইংল্যান্ডে। এই চার ক্রিকেটার ছাড়া বাকিরা ফিরেছেন দেশে। আয়ারল্যান্ড সফর শেষে কয়েক দিনের জন্য দেশে ফিরেছিলেন মাশরাফি। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ইংল্যান্ডে যান তিনি। বিশ্বকাপের পুরোটা পরিবার নিয়ে ইংল্যান্ডে কাটিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। শুক্রবার সকালে স্ত্রী-সন্তানরা দেশে ফিরলেও মাশরাফি ফিরেছেন দলের সঙ্গে।

এবারের বিশ্বকাপে ৯ ম্যাচের ৮টিতে মাঠে নেমে তিনটি জয় পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টিতে। তাই সংগ্রহ ৭ পয়েন্ট। ১০ দলের টুর্নামেন্টে বাংলাদেশের অবস্থান অষ্টম।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
cricket ক্রিকেট খেলাধুলা ঘাড়ে দায়’ দেশে নিজের নিলেন ফিরেই বিশ্বকাপে ব্যর্থতার মাশরাফি
Related Posts
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

নেপালকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

December 15, 2025
তানজিম সাকিব

আইপিএল মক নিলামে ৭৫ লাখ রুপিতে যে দলে তানজিম সাকিব

December 14, 2025
পিএসএল

জানা গেল কবে শুরু হবে পিএসএল

December 14, 2025
Latest News
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

নেপালকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

তানজিম সাকিব

আইপিএল মক নিলামে ৭৫ লাখ রুপিতে যে দলে তানজিম সাকিব

পিএসএল

জানা গেল কবে শুরু হবে পিএসএল

রেসলিং - জন সিনা

রেসলিং থেকে বিদায় জানিয়ে দিলেন জন সিনা

সৌদি যুবরাজ

বার্সেলোনা কিনতে ১০ বিলিয়ন ইউরোর প্রস্তাব সৌদি যুবরাজের!

জন সিনা

রেসলিংকে বিদায় জানালেন জন সিনা

গোট ইন্ডিয়া ট্যুর

ভারতে যা যা করলেন লিওনেল মেসি

বিশ্বকাপে চাহিদার শীর্ষে রোনালদোর ম্যাচের টিকিট

আর্জেন্টিনা-ব্রাজিল নয়, বিশ্বকাপে চাহিদার শীর্ষে রোনালদোর ম্যাচের টিকিট

রেসলিং থেকে বিদায় নিচ্ছেন জন সিনা

আজ রেসলিং থেকে বিদায় জানাবেন জন সিনা

মমতা মেসি

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা, গঠন করলেন তদন্ত কমিটি

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.