বিনোদন ডেস্ক : দেশের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বন্যা। দিন দিন বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। বাড়ছে মানুষের দুর্ভোগ। আর এই কারণে পিছিয়ে গেল চিত্রনায়িকা মাহিয়া মাহি ও আমিন খানের নতুন ছবি ‘অবতার’র মুক্তির তারিখ। গতকাল শুক্রবার দেশজুড়ে ছবিটি মুক্তির কথা ছিল।
ছবির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন মাহমুদ হাসান শিকদার। তিনি বলেন, দেশের চলমান বন্যা পরিস্থিতির কারণে আমরা ছবিটি আপাতত মুক্তি দিচ্ছি না। কোরবানির ঈদের পর আগামী ১৩ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাবে।
নির্মাতা বলেন, পুরোপুরি বাণিজ্যিক ঘরানার ছবি ‘অবতার’। এই ছবিতে নাচ, গান, ফাইট সবই থাকছে। আমাদের সমাজ বদলে দেওয়ার মতো ‘অবতার’ এখন খুঁজে পাওয়া যায় না। এখানে সেটাই দেখানো হবে।
এই ছবিতে মাহি-আমিন খান ছাড়াও আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, রাইসুল ইসলাম আসাদ, শিবা সানু, সুব্রত ও নবাগত জেএইচ রুশো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।