পটুয়াখালী প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ‘সকল বাহিনীর সমন্বয়ে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করেছে পুলিশ। এর ফলে দেশে স্থিতিশীল ও চমৎকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে।’
আজ (১৪ মার্চ) বিকেলে পটুয়াখালী পুলিশ লাইনসে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রিড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আইজিপি আরও বলেন, ভবিষ্যতে দেশের অর্থনীতি ও জননিরাপত্তার স্বার্থে পটুয়াখালীসহ দেশের সকল অঞ্চলের শান্তির শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য যা করা দরকার, তা পুলিশ করবে বলেও জানান তিনি।
এসময় পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ডাঃ তৈয়বা মুসাররাত চৌধুরী, টুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, বরিশাল রেঞ্জ ডিআইজি আক্তারুজ্জামান ও পটুয়াখালীর জেলা প্রশাসক শরীফুল ইসলাম ও পটুয়াখালী জেলা পুনাক সভানেত্রী আসমা খাতিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃ বৃন্দ ও পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।