জুমবাংলা ডেস্ক : দেশে ভেন্টিলেটর নিয়ে বড় সুখবর পাওয়া গেলো। মহামারি করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্যে বাংলাদেশেই সপ্তাহে ৪০০ ভেন্টিলেটর তৈরি করবে রেনেটা। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানিটির হেড অফ ইঞ্জিনিয়ারিং মেহেদী হাসান।
তিনি বলেন, করোনা রোগির মৃত্যু অনেকাংশ কমিয়ে আনা যায় ম্যাকানিকেল ভেন্টিলেটর ব্যবহারের মাধ্যমে। এখন করোনা আক্রান্ত রোগিদের ভেন্টিলেটর খুবই জরুরি। যদি কম মূল্যে উৎপাদিত ভেন্টিলেটর মানুষের হাতে পৌছে দেওয়া যায় তবে হয়তো অনেক প্রাণ বেঁচে যাবে।
এসময় করোনা রোগীকে স্বল্পতম সময়ে নূন্যতম অপশনগুলো রেখে খুব কম খরচে মেকানিক্যাল ভেন্টিলেটর দেয়ার জন্যেই এধরনের প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি।
মেহেদী হাসান বলেন, আমরা ২৫শে মার্চে প্রথম উদ্যোগ নেই এবং এপ্রিলের ৬ তারিখের মধ্যে প্রথম ল্যাব ট্রায়াল করি। এখন মেশিনের এসিস্ট কন্ট্রোল, প্রেশার সাপোর্ট আর এস.আই.এম.ভি এর মত এ্যাডভান্সড মোডগুলো প্রোগ্রাম করা হচ্ছে। একটা গ্রাফিক্যাল মনিটরেরও প্রোগ্রামিং শেষের দিকে যা থেকে একজন ডক্টর সহজেই রোগীর অবস্থা মনিটর করতে পারবেন। সাধারণত এইধরনের যত ভেন্টিলেটর আপনি ইউটিউবে দেখতে পাবেন সেখানে গ্রাফিক্যাল পেশেন্ট মনিটর নেই ।
তিনি আরো বলেন, ব্যাগ ভাল্ব মাস্ক, বিভিএম (আম্বু – অগইট ব্যাগ নামে সুপরিচিত) খুব কমদামে সার্জিক্যাল এর দোকানে পাওয়া যায় সেটা ব্যাবহার করে ডিজাইন করা হয়েছে আর মেশিনটাকে এমন ভাবে প্রোগ্রাম করা হয়েছে যাতে তা একটা বেসিক ভেন্টিলেটর হিসেবে টানা কয়েকদিন সাপোর্ট দিতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।