দেশে রেকর্ড সর্বোচ্চ শনাক্তের দিনে করোনায় ১৯৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৯৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৬ হাজার ৮৫০ টি নমুনা পরীক্ষা করে এ যাবৎকালের সর্বোচ্চ ১১ হাজার ৬৫১ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়। শনাক্তের হার ৩১ দশমিক ৬২ শতাংশ।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ১৫ হাজার ৭৯২ জন। মোট আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৮৯ হাজার ২১৯ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ৮৪৪ জন। মোট সুস্থ হয়েছে ৮ লাখ ৫৬ হাজার ৩৪৬ জন।

এর আগে গতকাল বুধবার (৭ জুলাই) সর্বোচ্চ ২০১ জনের মৃত্যু হয়। এছাড়া ৬ জুলাই মারা যান ১৬৩ জন,  ৫ জুলাই মারা যান  ১৬৪ জন। এছাড়া কয়েকদিন ধরে মৃত্যুর নতুন নতুন রেকর্ড হচ্ছে। গত ১ জুলাই ১৪৩, ২ জুলাই ১৩২, ৩ জুলাই ১৩৪ এবং ৪ জুলাই ১৫৩ জনের মৃত্যু হয়।