বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়ক ওমর সানী অভিনয়ের পাশাপাশি রেস্টুরেন্টের ব্যবসাও করছেন। দুই বছর আগেই ঢাকার বিভিন্ন স্থানে চাপওয়ালা নামের রেস্টুরেন্টের কয়েকটি শাখা খুলেছেন তিনি।
তবে দেশের বর্তমান পরিস্থিতিতে তার ব্যবসা মোটেও ভালো যাচ্ছে না। যে কারণে আক্ষেপ করেই এই অভিনেতা বলেছেন, দেশের সাম্প্রতিক অবস্থা এমন হবে জানতে পারলে এই ব্যবসায় নামতে না তিনি।
বুধবার এক ভিডিওবার্তা নিয়ে হাজির হন ওমর সানী। যেখানে আশুলিয়ায় ইপিজেড শিল্প এলাকায় নিজের রেস্টুরেন্টের নতুন শাখা নিয়ে কথা বলেন তিনি। জানান, সেখানকার বর্তমান পরিস্থিতির কারণে তার ব্যবসার ভয়াবহ অবস্থা পার করছে।
অভিনেতা বলেন, ‘প্রতিনিয়ত সাফার করছি। কারণ, রেস্টুরেন্ট ব্যবসা করছি। দেশের এই ধরনের পরিস্থিতি হবে জানলে হয়তো ব্যবসা শুরু করতাম না। চারদিকে অশান্তি, ইপিজেড পুরাই অশান্ত। যেখানে একটা রেস্টুরেন্ট উদ্বোধন করলাম, সেখানে মারামারি-হানাহানি, পোশাকশিল্পে অস্থিরতা, পুলিশ-সেনাবাহিনী সবকিছু মিলে বাজে অবস্থা। ঢাকা শহর তো এখন আন্দোলনের প্রাণকেন্দ্র। ভয়াবহ অবস্থার মধ্যে অবস্থান করছি আমরা।’
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে বিভিন্ন সময় প্রতিবাদ করেছেন ওমর সানী। যেসব কারণে অনেকেই তার সমালোচনা করছেন। বিষয়টি তুলে ধরে সানী বলেন, ‘অনেকেই বলেন আমি এখন দ্রব্যমূল্য নিয়ে কথা বলি না। এটা ঠিক নয়। যে যেখানে থাকুক না কেন, আমার জায়গা থেকে আমি প্রতিবাদ করি।’ এরপরেই বাজারের বিভিন্ন পণ্যের দাম নিয়ে কথা বলেন ওমর সানী।
অন্যদিকে, এক বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে আছেন ওমর সানীর স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী। গুঞ্জন আছে যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন তিনি। সেই ইঙ্গিত পাওয়া গেল ওমর সানীর কথাতেও। জানালেন, দিনকে দিন যেই পরিস্থিতি দাঁড়াচ্ছে, হয়তো দেশের বাহিরেও চলে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
ওমর সানী বলেন, ‘আমার পরিবার বলেছিল বিদেশি স্থায়ী হতে। কিন্তু আমি সেই কথা মাথায় নিইনি। এই দেশের কারণে আমি ওমর সানী হয়েছি। এখানকার মাটি আঁকড়ে ধরে থাকব। কিন্তু বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, তাতে হাতটা কেমন জানি খুলে যাচ্ছে দিনকে দিন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।