জুমবাংলা ডেস্ক: দেশের নির্বাচন ব্যবস্থার ওপর জনগণের আস্থা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
তিনি বলেন, ‘আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি, আওয়ামী লীগের একজন মেয়র প্রার্থী কত শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হবেন বলে ঘোষণা দিয়েছেন। অন্যান্য প্রার্থীরা কত ভোট পাবে তাও তিনি বলছেন।’
বৃহস্পতিবার পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্যদের যৌথসভায় জিএম কাদের বলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে তাদের প্রার্থীরা শেষ পর্যন্ত লড়বেন।
তিনি আশা প্রকাশ করেন, ‘আমরা বিজয়ী হওয়ার জন্য নির্বাচনী প্রতিযোগিতায় থাকব। অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্যভাবে নির্বাচন হলে আমাদের প্রার্থীরা ভালো ফল পাবেন।’
আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনে ভোট গ্রহণের মধ্য দিয়ে পাঁচ সিটির নির্বাচন শুরু হবে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, খুলনা ও বরিশালে ১২ জুন এবং রাজশাহী ও সিলেটে ২১ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের অতিরিক্ত নিরাপত্তা এসকর্ট বাতিলের বিষয়ে জাতীয় পার্টির প্রধান বলেন, কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ‘আমরা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কূটনীতিকদের নিরাপত্তার নিশ্চয়তা চাই যাতে তারা আমাদের দেশে নিরাপদে কাজ করতে পারে।’
আগামী দিনে দেশের রাজনৈতিক পরিস্থিতি বিশৃঙ্খল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘রাজনীতির মাঠে কী হয় তা আমরা কেউই জানি না। এমন বাস্তবতায় সরকার ও বিরোধী দল উভয়ই ঝুঁকির মধ্যে রয়েছে। তাই রাজনীতিতে আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে।’
জিএম কাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো পক্ষ সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে বিপদে পড়তে হবে। ‘রাজনীতিতে একটি ভুল সিদ্ধান্তের ভয়াবহ পরিণতি হবে।’
তিনি বলেন, তারা জনগণের সামনে তাদের দলের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে চান। ‘আমরা কোন দলের বি-টিম নই।’
জাতীয় পার্টির চেয়ারম্যান নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক সক্ষমতা জোরদারে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, ‘জনগণের আস্থা অর্জনের জন্য আমাদের কঠোর রাজনীতি করতে হবে। নির্বাচনের মাঠে আমরা ঐক্যবদ্ধ থাকব। জাতীয় পার্টির ঐক্য বিনষ্ট করার ক্ষমতা কারো নেই।’ (ইউএনবি)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।