জুমবাংলা ডেস্ক: দেশের উত্তর-মধ্যাঞ্চলে ও দক্ষিণাঞ্চলের বেশ কিছু জায়গায় এখনও মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। পঞ্চগড়ের তেঁতুলিয়া আজ দেশের সর্বনিম্ন ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।
তীব্র শীতে সবচেয়ে বিপাকে নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষ। উত্তরাঞ্চলে মৃদু ও মাঝারি থেকে তীব্র শৈত্য প্রবাহ বইছেে।
আবহাওয়া অফিস বলছে, আরও ৩/৪ দিন এ অবস্থা থাকতে পারে। শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে ২৩ জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউানটে চিকিৎসাধীন।
মৃদু শৈতপ্রবাহ বইছে পাবনা ও মেহেরপুরেও। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


