কোহলির জন্য এ হারটি আরও লজ্জার। তার অধীনে এটি ভারতের টেস্ট ক্রিকেটে দ্বিতীয় বড় হার। এর আগে লর্ডসে ২০১৮ সালে ১৫৯ রান ও ইনিংস ব্যবধানে হেরেছিল তার দল।
নিউজিল্যান্ডের বিপক্ষে এ টেস্টে টস জিতে আগে ব্যাটিং করে প্রথম ইনিংসে ভারত মাত্র ১৬৫ রান করে। রাহানে ৪৬ ও মায়াংক ৩৪ ছাড়া কোনো ব্যাটসম্যানই ৩০ এর ঘর পেরোতে পারেননি। কিউইদের হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন সাউদি ও জেমিসন।
জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৪৮ রান করে ক্ষান্ত হয় কিউইরা। সর্বোচ্চ ৮৯ রান করেন উইলিয়ামসন। ৪৪ রান করে আউট হন টেইলর-জেমিসন। ভারতের হয়ে একাই পাঁচ উইকেট নেন ইশান্ত শর্মা।
মাথায় লিড নিয়ে চাপের মুখে খেলতে নেমে ভারত দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে। মায়াংকের ৫৮, রাহানের ২৯ ও পান্থের ২৫ রানের কল্যাণে ১৯১ রান করতে পারে তারা। কিউইদের সামনে টার্গেট দাঁড়ায় মাত্র ৯ রানের। যা কোনো উইকেট না হারিয়েই তুলে ফেলেন তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।