বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: যুক্তরাজ্যের এক নারী অ্যাপলের সবচেয়ে দামী স্মার্টফোন অর্ডার করে ডেলিভারি পেয়েছেন হাত ধোয়ার সাবান। খাওলা লাফাইলি নামের ওই নারী অনলাইনে আইফোন-১৩ প্রো ম্যাক্স অর্ডার করে করেকদিন অপেক্ষার পর হাতে পেয়েছেন এক বোতল হাত ধোয়ার সাবান।
অ্যাপল ইনসাইডারের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ওই নারী স্থানীয় স্কাইমোবাইলের কাছ থেকে হ্যান্ডসেটটি ৩৬ মাসের কিস্তিতে কিনেছিলেন। ওই নারী অবশ্য প্রায় দেড় লাখ টাকার আইফোনটির পুরো দাম শোধ করেননি।
সাধারণত কোনও কিছু কেনার পরের দিন ডেলিভারি দেওয়া হতে পারে। কিন্তু ফোনটি ডেলিভারি দেওয়া হয়েছিল দুই দিন পর। প্রথম দিন ডেলিভারিম্যান জানিয়েছিলেন ট্রাফিক জ্যামে আটকা পড়েছেন এবং ওই দিন ফোনটি হস্তান্তর করা সম্ভব নয়।
ওই প্রতিবেদনে আরও বলা হয়, ডেলিভারিম্যান দ্বিতীয়বার যখন তার বাড়িতে এসেছিলেন তখনও তিনি ফোনটি ডেলিভারি করেননি। সে দরজার একটি ছবি তুলে চলে যায় এবং একটি খুদে বার্তা পাঠায় বাড়িতে কেউ নেই। যদিও লাফাইলি ওই সময় বাড়িতেই ছিলেন।
পরবর্তীতে তিনি যখন ডেলিভারি বক্সটি হাতে পান, তিনি বিস্মিত হন। কারণ তিনি দেখতে পান বক্সে ফোনের পরিবর্তে আছে এক বোতল হাত ধোয়ার সাবান। এরপর তিনি স্কাইমোবাইলের কাছে অভিযোগ জানান।
প্রতিষ্ঠানটি জানায়, বিষয়টি তদন্ত করে দেখা হবে। কিন্তু ওই নারী অভিযোগ করেন, তাকে এখনও কোনও কিছু জানানো হয়নি।
সূত্র: ইন্ডিয়া টুডে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।