বিনোদন ডেস্ক : আলাদীনের জাদুর প্রদীপের কথা আমরা কম বেশি সবাই জানি। যেখানে জাদুর প্রদীপ থেকে দৈত্য বের হয়ে এসে তিনটি ইচ্ছে পূরণ করে আলাদীনের। ঠিক একই ঘটনা এবার দেখা যাচ্ছে বাংলাদেশি একটি বিজ্ঞাপনে।
আর এ ই বিজ্ঞাপনে দৈত্য জিনি হিসেবে অভিনয় করেছেন জাহিদ হাসান। আর প্রদীপের মালিক আলাদীন হয়েছেন চিত্রনায়ক সিয়াম। স্প্রাইটের এই বিজ্ঞাপনচিত্রটি পরিচালনা করেছেন অমিতাভ রেজা।গত জুলাইয়ের প্রথম সপ্তাহে এর দৃশ্যধারণ হয়।
শুটিং স্পট থেকে সিয়াম বলেন, ‘এই বিজ্ঞাপনটি একেবারে আলাদা। এটা অমিতাভ ভাইয়ের সঙ্গে আমার অন্যতম সেরা একটি কাজ।’ অমিতাভ রেজা জানান, তার চলচ্চিত্র ‘নাইমার রঙ’-এর বিরতিতে বিজ্ঞাপনটির কাজ হয়েছিল।
বিজ্ঞাপনচিত্রে দেখা যায়, সিয়াম মরুভূমির বুকে ক্লান্ত এক পথিক, পানির খোঁজে বালি হাতড়ে তিনি পেয়ে যান আশ্চর্য প্রদীপ। সেটাতে ঘষা দিতেই হাজির হন দৈত্যরূপী জাহিদ হাসান! যথাক্রমে তিনটি ইচ্ছে পূরণের কথা বলেন জাহিদ। দুইটি পূরণ করলেও শেষেরটিতে বোকা বনে যায় দৈত্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।