জুমবাংলা ডেস্ক: দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বৃদ্ধি করে ১৭০ টাকা নির্ধারণ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন চা শ্রমিক নেতারা। মজুরি বৃদ্ধির উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তারা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
আগামীকাল সব বাগানের শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তারা শিগগির কাজে যোগ দেবেন বলেও জানিয়েছেন। এতে চা-শিল্পে দীর্ঘ ১৯ দিনের অচলাবস্থার নিরসন হতে যাচ্ছে।
আজ বিকালে গণভবনে দৈনিক ৩০০ টাকা মজুরি বাড়ানোর দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চা-বাগান মালিকদের বৈঠক শুরু হয়। এতে দেশের বৃহৎ ১৩টি চা-বাগান মালিক উপস্থিত ছিলেন। বৈঠকে দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বৃদ্ধি করে ১৭০ টাকা নির্ধারণ করা হয়।
নতুন মজুরি নির্ধারণের বিষয়ে চা-শ্রমিক ইউনিয়নের সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা জানান, যেহেতু চা-শ্রমিকরা আন্দোলনের সময় বলেছিলেন- প্রধানমন্ত্রী যে নির্দেশনা দেবেন সেটি তারা মেনে নেবেন, সেহেতু কাল থেকেই তাদের কাজে ফেরার কথা।
শ্রীমঙ্গল বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরা বলেন, চা শ্রমিকদের প্রতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর ভালবাসার বহিঃপ্রকাশ ঘটেছে। প্রধানমন্ত্রী ঘোষিত দৈনিক মজুরি ১৭০ টাকা আমরা মেনে নিয়েছি। প্রধানমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়ে বাগানে আনন্দ মিছিল হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।