আন্তর্জাতিক ডেস্ক : শুধু দেশের বাজারে নয় কলকাতাতেও পেঁয়াজের দাম বেড়েছে কয়েকগুণ। পশ্চিববঙ্গের বিভিন্ন স্থানে নিত্য প্রয়োজনীয় এই পণ্যটি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে।
লাগামহীন দাম বৃদ্ধির ফলে পেঁয়াজ চুরির মতো ঘটনাও ঘটেছে। সম্প্রতি এমন ঘটনা ঘটেছে ভারতের পূর্ব মেদিনীপুরে সূতাহাটাতে। ভারতীয় গণমাধ্যম জি নিউজ এমন খবর প্রকাশ করেছে।
জি নিউজের প্রতিবেদনে জানা যায়, সোমবার গভীর রাতে সুতাহাটায় একটি দোকানের তালা কেটে ৫০ হাজার টাকার পেঁয়াজ চুরি করে নিয়ে গেছে চোর। সকালে ব্যবসায়ী দোকান খুলে দেখেন, দোকান ফাঁকা। প্রায় ১০ বস্তা পেঁয়াজ নিয়ে গিয়েছে চোর। এই বাজারে পেঁয়াজ চুরি বলে কথা! মাথায় হাত ব্যবসায়ীর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


