দোতলা বাড়ি বানিয়ে ‘ইতিহাসের পাতায়’ থ্রিডি প্রিন্টিং

থ্রি ডি

দোতলা বাড়ি বানিয়ে ‘ইতিহাসের পাতায়’ থ্রিডি প্রিন্টিং

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: আধুনিক বিশ্বে বাড়ি তৈরির শিল্পকে আক্ষরিকভাবেই নতুন পর্যায়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের এক থ্রিডি প্রিন্টার।

এই বিশাল প্রিন্টারের ওজন ১২ টনেরও বেশি। যুক্তরাষ্ট্রের প্রথম থ্রিডি প্রিন্ট করা দোতলা বাড়ি তৈরি করছে এটি।

দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরে চার হাজার বর্গফুট আয়তনের এই বাড়ি তৈরি করতে গিয়ে এর কংক্রিটের বিভিন্ন স্তর বের করে আনার সময় যন্ত্রটি ‘মৃদু শব্দ করে একটু একটু করে এগিয়ে যায়’ বলে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে।

বাড়িটির নকশাবিদ ও ডিজাইন স্টুডিও ‘হ্যানা’র সহ-প্রতিষ্ঠাতা লেসলি লক বলেন, এই বাড়ি নির্মাণে প্রিন্টিংয়ের পেছনে সময় লাগবে তিনশ ৩০ ঘন্টা।

“অনেক রাজ্যেই আপনি বেশ কিছু সংখ্যক থ্রিডি প্রিন্ট করা বাড়ি খুঁজে পাবেন।” –বলেন লক।

“একটি দোতলা বাড়ি প্রিন্ট করতে আপনার অন্যতম প্রয়োজনীয় উপাদান হলো এর যন্ত্র। এতে অনেক চ্যালেঞ্জও রয়েছে। এর উদাহরণ হিসেবে ধরা যায়, দোতলা বাড়ি প্রিন্ট করার সময় বিভিন্ন কাঠামোগত চ্যালেঞ্জ ও লজিস্টিক চ্যালেঞ্জের মতো বিষয়গুলো।”

তিনি আরও বলেন, কাঠের ফ্রেমিং’সহ এই তিন বেডরুমের বাড়ির প্রায় অর্ধেক কাজ এরইমধ্যে শেষ হয়ে গেছে।

কারা তৈরি করছেন এই বাড়ি? লক বলেন, তারা নিজেদের নাম প্রকাশ করতে চান না।
থ্রি ডি
দুই বছরের এই প্রকল্পে যৌথভাবে কাজ করেছে ‘হ্যানা’ ও নির্মাণ প্রকৌশল কোম্পানি ‘পেরি থ্রিডি কনস্ট্রাকশন অ্যান্ড চাইভ’।

এই উদ্ভাবনী কৌশল একদিন তুলনামূলক দ্রুত ও কম খরচে একাধিক পরিবারের বাড়ি তৈরির আশাবাদ ব্যক্ত করেন চাইভের প্রধান কাঠামো প্রকৌশলী হিকমাত জেরবে।

জলবায়ু পরিবর্তনের কারণে টেক্সাসে বাড়তে থাকা বিভিন্ন হ্যারিকেন, ভারী ঝড় ও অন্যান্য গুরুতর আবহাওয়ার পরিস্থিতিও এর কংক্রিট সহ্য করতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।

আর এই প্রিন্টার নিজেই সকল ভারোত্তলনের কাজ করায় কনস্ট্রাকশন সাইটে তুলনামূলক কম জনবল প্রয়োজন পড়ে।

“বিভিন্ন ঐতিহ্যগত নির্মাণকাজের নিয়ম, কীভাবে কী করতে হয়, কাঁচামাল ও কাঁচামালের আচরণ সম্পর্কে আপনারা জানেন। তবে, এখানে সবকিছুই নতুন।” –বলেন জেরবে।

“এর কাঁচামাল নতুন। সাধারণ অর্থে, কংক্রিট একটি পুরোনো কাঁচামাল হলেও, থ্রিডি প্রিন্টিংয়ের বেলায় এটি একেবারেই নতুন কিছু।”

অ্যাপ ডাউনলোড করে লোপাট হলো কয়েক লাখ টাকা