স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১১৩ রানে জিতে তিন টেস্টের সিরিজে ১-১ এ সমতায় ফিরেছে স্বাগতিক ইংল্যান্ড। সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৪ জুলাই।
ম্যানচেস্টারে পঞ্চম ও শেষদিন ওয়েস্ট ইন্ডিজের সামনে ম্যাচ জেতার জন্য ৩১২ রানের টার্গেট দেয় ইংল্যান্ড। দিনের বাকি ৮৫ ওভারে সেই টার্গেটের পেছনে ছোটার কোন সময়ই হয়নি ওয়েস্ট ইন্ডিজের। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগেই ৩ উইকেট হারিয়ে বসে তারা।
দ্বিতীয় সেশনে খানিকটা লড়াই করার চেষ্টা চালায় ক্যারিবিয়ানরা। কিন্তু ইংল্যান্ডের বোলিংয়ের সামনে টিকে থাকতে পারেনি। দিনের খেলা শেষ হওয়ার ঘণ্টাখানেক আগে ৭০.১ ওভারে ১৯৮ রানে অলআউট হয়। তখনও দিনের খেলা শেষ হওয়ার মাত্র ১৫ ওভার বাকি!
এদিকে শেষদিনের সকালের শুরুতে ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়ে প্রথম ঘণ্টার আগেই ইংল্যান্ড ৩ উইকেটে ১২৯ রান তুলে দ্বিতীয় ইনিংসের ঘোষণা দেয়। সবমিলিয়ে ম্যাচ জিততে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন দাঁড়ায় ৩১২ রানের।
দ্বিতীয় ইনিংসের শুরুটাই হলো ওয়েস্ট ইন্ডিজের ভয়াবহ। রক্ষণাত্মক মেজাজে ব্যাটিং করেও শেষরক্ষাটা শেষ পর্যন্ত হলো না। ব্যাটে-বলে উভয় ইনিংসে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে ম্যাচ সেরা হন বেন স্টোকস।
সাউদাম্পটনে সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল ৪ উইকেটে। দ্বিতীয় টেস্ট ইংল্যান্ড জিতলো ১১৩ রানে। তৃতীয় টেস্টে জয়ী দলের হাতেই উঠবে সিরিজের ট্রফি।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড- ৪৬৯/৯ ডিক্লে:, ১২৯/৩ ডিক্লে:
ওয়েস্ট ইন্ডিজ- ২৮৭ ও ১৯৮।
ফল: ইংল্যান্ড ১১৩ রানে জয়ী।
ম্যাচ সেরা: বেন স্টোকস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।