স্পোর্টস ডেস্ক: দ্বিতীয়বারের মতো করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে ফিরতে পারবেন ইংল্যান্ডের তারকা পেসার জোফরা আর্চার।
এর আগে করোনাভাইরাসের জৈব সুরক্ষা নিয়ম ভাঙায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর কয়েক ঘণ্টা আগে ইংল্যান্ড দল থেকে বাদ পড়েন আর্চার।
লকডাউনের নিয়ম ভেঙে টিম হোটেল থেকে বেরোনোয় পাঁচ দিনের আইসোলেশনে ছিলেন আর্চার। তবে আগামী শুক্রবার (২৪ জুলাই) ম্যাচের আগে সতীর্থদের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি।
প্রথম টেস্টের ভেন্যু সাউদ্যাম্পটন থেকে ম্যানচেস্টারে যাওয়ার পথে আর্চার হোভে নিজের ঘরে গিয়েছিলেন।
এ জন্য দ্বিতীয় টেস্ট চলাকালে আইসোলেশনে থাকতে হয়েছে আর্চারকে। এ সময়ও নিজের রুম থেকে বের হতে অনুমতি পেয়েছেন তিনি। তবে সেটা কেবল সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রিত নির্জন পরিবেশে ফিটনেস কার্যক্রম চালিয়ে যেতে। সিরিজের শেষ টেস্টও হবে এমিরেটস ওল্ড ট্রাফোর্ডে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।