স্পোর্টস ডেস্ক : গোটা দেশ একরকম অঘোষিত লক-ডাউনের মধ্য দিয়ে যাচ্ছে। আতংক বিরাজ করছে সবার মাঝেই। এর মাঝে সুখবর দিলেন টাইগারদের টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
গত রাতে (সোমবার) মাহমুদউল্লাহ রিয়াদ জান্নাতুল কাওসার মিষ্টির ঘর আলোকিত করে দুনিয়াতে এসেছেন আরেকটি ছেলে।
মহামারী করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্ব যখন দুঃসংবাদ পেয়েই চলেছে তখন মাহমুদউল্লাহ রিয়াদের পরিবারে সুসংবাদ। মাহমুদউল্লাহ রিয়াদ-জান্নাতুল কাওসার মিষ্টির পরিবারে এসেছে নতুন সদস্য। জানা গেছে মা-ছেলে দুজনই সুস্থ আছেন।
এর আগে ২০১২ সালের তিন জুন প্রথম ছেলে সন্তানের বাবা হন রিয়াদ। তার আগের বছর (২০১১) বিয়ে করেন টাইগার দলের এই নিয়মিত সদস্য।
দ্বিতীয় সন্তানের সুখবর রিয়াদ মঙ্গলবার তার ফেসবুক ফ্যান পেজে শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে।
‘আলহামদুলিল্লাহ, গত রাতে আমাদের দ্বিতীয় ছেলে সন্তানের জন্ম হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন।’
এদিকে রিয়াদ দম্পতির ছেলে হবার দিনে সুখবর দিয়েছেন সাকিব আল হাসানও। ফেসবুকে কন্যা আলাইনা হাসানের হাতে একটি টিশার্টে লেখা ‘বাড়িতে স্বাগতম’। এই ছবির ক্যাপশনে সাকিব লিখেছেন, বিগ সিস্টারহুড।
বুঝতে আর বাকি থাকে না, সাকিব-শিশির দম্পতির ঘরেও আসছে দ্বিতীয় সন্তান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।