স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় কন্যা সন্তানকে প্রকাশ্যে আনলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের ইউনিউব চ্যানেলে একটি ভিডিওতে ইরাম হাসানকে সামনে নিয়ে আসেন সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির দম্পতি। এ সময়ে মেয়ে আলাইনাও ছিল।
ভিডিওতে সাকিব বলেন, আসসালমু আলাইকুম। আপনারা সবাই জানেন। আমি দ্বিতীয় সন্তানের বাবা হয়েছি। আমাদের দ্বিতীয় সন্তানকে আপনাদের মাঝে উপস্থাপন করছি। তার জন্য দোয়া করবেন; সে সুস্থ ও সবল থাকে। এবং তাকে যেন আমরা ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।
এদিকে স্ত্রী উম্মে আহমেদ শিশির বলেন, সবাই ওর জন্য দোয়া করবেন।
গত ২৪ এপ্রিল (শুক্রবার) যুক্তরাষ্ট্রে দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হন সাকিব। আর ২০১৫ সালের ৮ নভেম্বর নিউইয়র্কে সাকিব-শিশির দম্পতির ঘরে জন্ম হয় তাদের প্রথম কন্যা সন্তান আলাইনার। সেবার যুক্তরাষ্ট্রের পথে থাকতে বাবা হওয়ার খবর পান সাকিব। এবার সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকার জন্য বেশ কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন তিনি।
সাকিব ও শিশির বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ২০১২ সালের ১২ ডিসেম্বর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।