দ্রব্যমূলের নিয়ন্ত্রণ করাটাই বর্তমানে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করেন বাণিজ্য মন্ত্রণালয় সচিব মাহবুবুর রহমান। খাদ্যের মূল্যস্ফীতি কমানো এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যেন সাধারণ মানুষের হাতের নাগালের মধ্যে থাকে সে চেষ্টা করে যাচ্ছেন তারা।
তিনি দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে অনুরোধ করেন। বুধবার তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও দপ্তর সংস্থার প্রধানদের সঙ্গে এ বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনা করার সময় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের বিষয়ের উপর জোর দিন তিনি।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে তিনি যোগ দিয়েছেন বেশি দিন হয়নি। যোগ দেওয়ার পর এটাই সকল কর্মকর্তাদের সঙ্গে তার প্রথম মতবিনিময় সভা। বাণিজ্য সচিব আরও বলেন যে, রমজান মাসে যেন সাধারণ মানুষ ভোগান্তিতে না পরে সেজন্য তারা কর্মসূচি হাতে নিচ্ছে। টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমকে কেন্দ্র করে যেন কোন ভোগান্তি সৃষ্টি না হয় সে কারণে মনিটরিং জোরদার করার উপর জোর দেন তিনি।
এ সময় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন এ এইচ এম আহসান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খান,বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) আব্দুর রহিম খান, অতিরিক্ত সচিব (মহাপরিচালক,বাণিজ্য সংগঠন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, অতিরিক্ত সচিব (ডব্লিউটিও) ড. নাজনীন কাওসার চৌধুরী,অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার এবং ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় মাহবুবুর রহমানকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতির আদেশ জারি করে। এর আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।