বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : চীনের জনপ্রিয় টু-হুইলার নির্মাতা সিএফমটো তাদের নতুন স্পোর্টস বাইক ৭৫০এসএস বাজারে আনতে প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। সম্প্রতি একটি টাইপ-অ্যাপ্রুভাল ডকুমেন্ট থেকে এই বাইকের ছবি প্রকাশ্যে এসেছে।
এই লিক হওয়া ছবিতে সিএফমটো ৭৫০এসএস (CFMoto 750SS)-এর ডিজাইন এবং কিছু গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে ধারণা পাওয়া গিয়েছে। ৭৫০এসএস মডেলকে ব্র্যান্ডের ৬৭৫এসএস স্পোর্টস বাইকের ওপরে স্থান দেওয়া হবে। এটা ১০০০ ভি৪ প্ল্যাটফর্মের নতুন বাইকের নিচে স্থান পাবে বলে মনে করা হচ্ছে।
টাইপ-অ্যাপ্রুভাল ডকুমেন্টে উল্লেখিত এই বাইকের ইঞ্জিনের কোডনাম ‘472MV’। চীনা নথিপত্রের প্রচলন অনুযায়ী, ‘৪’ সংখ্যাটি ইঞ্জিনের সিলিন্ডারের সংখ্যা নির্দেশ করে এবং ‘৭২’ বোঝায় সিলিন্ডারের বোর সাইজ। উল্লেখযোগ্য বিষয়, সিএফমটো ৬৭৫ সিসির ট্রিপল সিলিন্ডার ইঞ্জিনের বোর সাইজও একই। তবে ৭৪৯ সিসির ইঞ্জিনের জন্য এর স্ট্রোক দৈর্ঘ্য হতে পারে ৪৬ এমএম।
ডকুমেন্ট অনুসারে এই বাইকের পাওয়ার আউটপুট ১১০ বিএইচপি, যা এই ডিসপ্লেসমেন্ট ও সিলিন্ডার কনফিগারেশনের তুলনায় কিছুটা কম। তবে ধারণা করা হচ্ছে এটি এখনো উন্নয়নের প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত মডেলে শক্তিশালী ইঞ্জিন পাওয়া যাবে।
বাইকটির অন্যান্য বিশদ বিবরণে জানা গেছে এর কার্ব ওজন ২১৩ কেজি এবং বাইকটি সর্বোচ্চ গতি তুলতে পারবে ২৩০ কিমি প্রতি ঘন্টা। বাইকের হুইলবেস ১৪১৯.৮ এমএম এবং সামনে-পেছনে ১২০/৭০-১৭ এবং ১৮০/৫৫-১৭ সাইজের টায়ার ব্যবহার করা হয়েছে।
সেফটি ফিচারের জন্য এতে কন্টিনেন্টাল এমকে ১০০ ডুয়াল-চ্যানেল এবিএস সিস্টেম রয়েছে, যা বাইকের রাইডার এইড হিসেবে ট্রাকশন কন্ট্রোল এবং রিয়ার-হুইল লিফট কন্ট্রোল সরবরাহ করতে পারে। এর সাথে রয়েছে ইউএসডি ফর্কস এবং ব্রিম্বোর রেডিয়ালি-মাউন্টেড ব্রেক ক্যালিপার, যা আরও উন্নত ব্রেকিং পারফরম্যান্স নিশ্চিত করবে। বাইকের কুলিং ড্যাক্ট, সিঙ্গল-সাইড সুইংআর্ম এবং কুইক শিফটারের লোড সেন্সর এর আধুনিক প্রযুক্তির অংশ। এছাড়াও বাইকের অতি-জ্যামিতিক এবং অ্যাঙ্গুলার বডিওয়ার্কে বড় আকৃতির উইংলেটও লক্ষ্য করা গেছে।
বাইকটি কবে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে তা এখনো স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে আগামী বছর চীনের বাজারে এটি আত্মপ্রকাশ করতে পারে। আন্তর্জাতিক বাজারে এটি ভিন্ন নামে লঞ্চ হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।
এই স্পোর্টস বাইকের চমৎকার ডিজাইন, শক্তিশালী ইঞ্জিন এবং আধুনিক ফিচারগুলি একে ক্রেতাদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। বিশেষ করে উচ্চ গতির সক্ষমতা এবং উন্নত রাইডার এইড প্রযুক্তি এই বাইককে আকর্ষণীয় করে তুলেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।