চিলিতে চলমান অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে আর্জেন্টিনা ভালো ফর্মে আছে। কোচ দিয়েগো প্লাসেন্তের শিষ্যরা দ্বিতীয় রাউন্ডে নাইজেরিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে।
আগামী শনিবার, বাংলাদেশ সময় রাত ৮টায়, শেষ আটে তাদের প্রতিপক্ষ মেক্সিকো।
এই ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন তরুণ ফরোয়ার্ড আলেহো সারকো। ম্যাচের মাত্র ১ মিনিট ৬ সেকেন্ডে গোল করে তিনি দলকে এগিয়ে দেন— যা আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ ইতিহাসে সর্বোচ্চ দ্রুততম গোল।
ভেলেজ একাডেমি থেকে উঠে আসা ১৯ বছর বয়সী এই স্ট্রাইকার বর্তমানে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনে খেলছেন। এর আগে এই রেকর্ডটি ছিল ২০০১ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ফ্যাব্রিসিও কোলচিনির দখলে, যিনি জামাইকার বিপক্ষে ২ মিনিট ৫ সেকেন্ডে গোল করেছিলেন। দুই দশক পর সারকো ভেঙে দিলেন সেই রেকর্ড।
সারকো এখন পর্যন্ত টুর্নামেন্টে চারটি গোল করে সর্বোচ্চ গোলদাতা হিসেবে এগিয়ে আছেন।
ম্যাচ শেষে সারকো বলেন, “এই রেকর্ডের ব্যাপারে আমি কিছুই জানতাম না। তবে আমরা খুব খুশি যে নাইজেরিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে জয় পেয়েছি। একজন স্ট্রাইকার হিসেবে গোল পাওয়া সবসময় গুরুত্বপূর্ণ, আর যদি সেটা ম্যাচের শুরুতেই হয়—তাহলে তো আরও ভালো। আমরা খুব ঐক্যবদ্ধ একটি দল। মাঠের ভেতর-বাইরে সবাই ভাইয়ের মতো একে অপরকে সমর্থন করি। এই সাফল্যে আমরা সবাই আনন্দিত।”
চিলির মাঠে এখন আর্জেন্টিনার লক্ষ্য একটাই—বুদ্ধিদীপ্ত ও আক্রমণাত্মক ফুটবল খেলেই আবারও শিরোপার পথে এগিয়ে যাওয়া। আর সারকো, যিনি দেশের ফুটবলপ্রেমীদের নতুন নায়ক হিসেবে উঠে এসেছেন, তাকিয়ে আছেন মেক্সিকোর বিপক্ষে পরবর্তী ম্যাচে গোল করার জন্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।