বিনোদন ডেস্ক : কলকাতার বুকে শনিবার সন্ধ্যায় হয়ে গেল পরিচালক সৃজিত মুখার্জি ও বাংলাদেশের অভিনেত্রী মিথিলার জমকালো রিসেপশন পার্টি। স্বাভাবিকভাবেই পার্টিতে উপস্থিত ছিলেন টলিপাড়ার তারকারা। লাল শাড়ি, হাতে মেহন্দিতে সেজে উঠেছিলেন সৃজিতের স্ত্রী মিথিলা। অন্যদিকে শর্বরী দত্তের ডিজাইন করা পঞ্জাবিতে সেজে ছিলেন সৃজিত।

গোটা টলিউডই হাজির হয়েছিলেন সৃজিত ও মিথিলার রিসেপশনে। এবার সেই রিসেপশনের ছবি দিয়ে সৃজিতের উদ্দেশ্যে গানের কলি লিখলেন মিথিলা। তিনি টুইটে লিখলেন, ‘ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে আমার মুখর পাখি, তোমার প্রাসাদ প্রাঙ্গণে…’
দেখুন মিথিলার সেই টুইট-
ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে
আমার মুখর পাখি,
তোমার প্রাসাদ প্রাঙ্গণে…@srijitspeaketh pic.twitter.com/OA1TZ4FaOb— Rafiath Rashid Mithila (@rafiath_rashid) March 3, 2020
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


