জুমবাংলা ডেস্ক : ধর্ম অবমাননার দায়ে খ্রিস্টান ধর্মাবলম্বী এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরের একটি আদালত। আসিফ পারভেজ (৩৭) নামের ওই ব্যক্তির আইনজীবী সাইফ উল মালুক জানিয়েছেন, তার বিরুদ্ধে সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে ধর্ম অবমাননাকর বার্তা পাঠানোর অভিযোগ আনা হয়।
তবে আসিফ সেই অভিযোগ অস্বীকার করলেও আদালত তা আমলে না নিয়ে মঙ্গলবার তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। পাকিস্তানে সংখ্যালঘুদের বিরুদ্ধে কঠোর ধর্ম অবমাননা আইন ব্যবহারের সর্বশেষ নজির এই দণ্ড। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
২০১৩ সাল থেকে আটক রয়েছেন আসিফ পারভেজ। তার বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়, হোসিয়ারি ফ্যাক্টরিতে কর্মরত থাকা অবস্থায় নিজের সুপার ভাইজারের কাছে ধর্ম অবমাননা করে বার্তা পাঠান আসিফ। তবে ওই অভিযোগ অস্বীকার করে আসিফ দাবি করেন ওই সুপারভাইজার তাকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য চাপ প্রয়োগ করছিলেন।
আদালতে দেওয়া স্বাক্ষে আসিফ দাবি করেন, ধর্ম পরিবর্তনে চাপ প্রয়োগের পর কারখানার কাজ ছেড়ে দেওয়ার পর তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
উল্লেখ্য, ধর্ম অবমাননা সংক্রান্ত অভিযোগে বর্তমানে পাকিস্তানে অন্তত ৮০ জন বন্দি রয়েছেন। এর অর্ধেকই মৃত্যুদণ্ডের মুখে রয়েছেন। অভিযুক্তদের বেশিরভাগই ইসলাম ধর্মাবলম্বী হলেও দেশটিতে খ্রিস্টান ও হিন্দু ধর্মাবলম্বীরা সংখ্যালঘুরাও নির্বিচারে এই আইনে অভিযুক্ত হয়ে থাকেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।