জুমবাংলা ডেস্ক : অতি সম্প্রতি সময়ে সারা দেশে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে দেশের সর্ব স্তরের মানুষ। তালিকায় রয়েছেন দেশের তারকা খ্যাত মুখগুলোও। বাদ যাননি জনপ্রিয় কণ্ঠশিল্পী, অভিনেত্রী ও প্রয়াত কিংবদন্তী লেখক হুমায়ূন আহমেদের সহধর্মিণী মেহের আফরোজ শাওন। তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দিয়েছেন স্ট্যাটাস। গতকাল সোমবার (৫ অক্টোবর) রাতে নিজের ফেসবুক একাউন্ট থেকে একটি পোস্ট দেন শাওন।
শাওনের স্ট্যাটাসটি জুমবাংলাডটকম পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-
‘মৃত্যুদন্ড কিংবা ক্রসফায়ার, কোনো শাস্তিই যথেষ্ট নয় অমানুষগুলোর জন্য। এত সহজে তাদের মরে যেতে দিলে তো হবে না! ধর্ষকের এমন কঠিণ শাস্তির বিধান হোক যেন তারা প্রতিটি মুহূর্তে নিজেদের মৃত্যু কামনা করে। স্বাধীনতা স্তম্ভের নিচে বিশাল জনসমুদ্রের সামনে সেই ভয়াবহতম শাস্তি কার্যকর হোক, সবগুলো টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হোক যেন প্রত্যেকটা সম্ভাব্য ধর্ষক শিউরে উঠে। আর কোনো নপুংসকের কল্পনাতেও যেন ধর্ষনের চিন্তা না আসে…’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।