আন্তর্জাতিক ডেস্ক : দেশব্যাপী হত্যা, ধর্ষণের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। স্থানীয় সময় বুধবার (৭ অক্টোবর) জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় বাংলাদেশে ধর্ষণের প্রতিবাদ জানিয়ে সমাবেশে অংশ নেন নানা শ্রেণি-পেশার মানুষ।
সমাবেশে বক্তারা বলেন, ধর্ষণের বিচার না হওয়ার একটা সংস্কৃতি তৈরি হয়েছে। বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি সারা দেশে আশঙ্কাজনকহারে হত্যা ও ধর্ষণের মতো ঘটনা ঘটছে। ধর্ষকের কোনো দল নেই। সুস্থ সাংস্কৃতিক চর্চাই পারে দেশের মানুষের বিবেককে জাগ্রত করতে। এখন প্রয়োজন মানুষের বিবেককে জাগ্রত করা।
সমাবেশ বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, সাংবাদিক দর্পন কবীর, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা জাকির হোসেন বাচ্চু, যুক্তরাষ্ট্র হিন্দু ইউনিটির আহ্বায়ক দীনেশ মজুমদার, ঢাকা গণজাগরণ মঞ্চের জাকির হোসেন বনি, সম্মিলিত সাস্কৃতিক জোটের কর্মী গোপাল স্য্যনাল, প্রজন্ম একাত্তরের আহ্ববায়ক শিবলী সাদিক, যুব ইউনিয়নের সাবেক কর্মী সনজীবন কুমার, সাংস্কৃতিকর্মী শুভ রায় প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মুজাহিদ আনসারী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী তারিক হাসান, লেখক সেলিনা আকতার তুহিন, বাংলা চ্যালেনের শাহ জে. চৌধুরী, এটিএন বাংলার বার্তা সম্পাদক কানু দত্ত, নাট্যকর্মী তোফাজ্জল লিটন, হিন্দু ইউনিটির নিতাই বাগচী, সনজীব কুমার ঘোষ, রাজনীতিবিদ মীর মশিউর রহমান, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের গোবিন্দ জি. বানিয়া, হোসনে আরা চৌধুরী, প্রতিমা সরকার, নুরন্নাহার বেগম, বিপুল কে সাহা, মুক্তি সরকার ও পপি ঘোষ প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।