ধর্ষণের মামলায় মীরাক্কেল তারকা গ্রেফতার

ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে করা এক মামলায় ওপার বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো মীরাক্কেল তারকা মো. কায়কোবাদকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১ মে) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর করা মামলায় তাকে গ্রেফতার করে হাটহাজারী থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, ‘বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে কায়কোবাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলায় তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মীরাক্কেল তারকা মো. কায়কোবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি খাগড়াছড়ি থানার মাটিরাঙ্গা এলাকায়। মো. কায়কোবাদ ২০১৬ সালে জি বাংলার জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জারের নবম আসরের প্রতিযোগি ছিলেন।